লালমোহনে সুরক্ষা সামগ্রী বিতরণ করেন এমপি শাওন

বিশ্ব মহামারী করোনা ভাইরাস সংক্রমণে (Covid_19) নিয়ন্ত্রণে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বারবার হুঁশিয়ারী দিচ্ছে ঘন ঘন ২০ সেকেন্ড হাত ধোয়া ও মাস্ক ব্যবহার এবং হ্যান্ড স্যনিটারাইজ দিয়ে হাত পরিষ্কার করা। তারই ধারাবাহিকতায় ভোলা জেলার লালমোহন উপজেলায় জনস্বাস্থ্য প্রকৌশল কর্তৃক আয়োজিত স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত কল্পে হাত ধোয়ার বেসিন তৈরি করেন। উক্ত বেসিন ও ২০ টি বাজার কমিটির নিকট হাইজিন সামগ্রী বিতরণ করেন ভোলা-৩ আসনের মাননীয় সংসদ সদস্য, আলহাজ্ব নুরুন্নবী চৌধুরী শাওন মহোদয়।
এসময় এমপি শাওন বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা জনগনের স্বাস্থ্য সুরক্ষার জন্য ৩১ দফা নির্দেশনা দিয়েছেন। আমাদের উচিত সরকারের দেওয়া এ নির্দেশনা মেনে চলা।
জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর, লালমোহন কর্তৃক আয়োজিত এ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অত্র উপজেলার চেয়ারম্যান অধক্ষ্য গিয়াসউদ্দিন আহমেদ বীরমুক্তিযোদ্ধা, ভাইস চেয়ারম্যান জনাব আবুল হাসান রিমন সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।