লেবুখালীতে নির্মানাধীন পায়রা সেতু থেকে পড়ে এক শ্রমিকের মৃত্যু

লেবুখালীতে নির্মানাধীন পায়রা সেতু থেকে পড়ে এক শ্রমিকের মৃত্যু

বরিশাল-কুয়াকাটা মহাসড়কের লেবুখালীতে পায়রা নদীর উপর নির্মানাধীন সেতুর উপর থেকে পড়ে মোস্তাফিজুর রহমান স্বপন (৩০) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০টায় সেতুর পটুয়াখালী প্রান্তে এই দুর্ঘটনা ঘটে। 

পায়রা সেতু নির্মান প্রকল্পের পরিচালক আব্দুল হালিম জানান, পেশাগত দায়িত্ব পালনরত অবস্থায় এই দুর্ঘটনা ঘটে। অসাবধানতাবশত ৬০ ফিট উপর থেকে ওই শ্রমিক নীচে পড়ে যায়। এ সময় তাকে উদ্ধার করে শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করা হলে জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।

সেতু নির্মান প্রকল্পের উপ-ব্যবস্থাপক কামরুল হাসান জানান, সেতুর ঠিকাদারী চীনের লংজিয়ান রোড এন্ড ব্রীজ কোম্পানী লিমিটেড এর সার্ভেয়ারের সহকারী হিসেবে কাজ করতেন মোস্তাফিজুর রহমান স্বপন। তার বাড়ি বরিশালের বাকেরগঞ্জে।