শংকর মঠ শর্টপিচ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

বরিশাল নগরে শংকর মঠ শর্টপিচ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বিকেলে শংকর মঠ মাঠে অনুষ্ঠিত খেলায় কল অফ ফ্রেন্ডস্ চ্যাম্পিয়ন হয়েছে। রানারস্আপ হয়েছে কাউনিয়া সুপার স্টার।
খেলায় ২০টি দল অংশগ্রহণ করেছিলো। পরে চরম প্রতিদ্বন্দ্বিতা করে ফাইনালে অংশ নেয় এই দুটি দল। খেলা শেষে বিজয়ীদের মাঝে পুরষ্কার তুলে দেন অতিথিবৃন্দ। এসময় উপস্থিত ছিলেন শংকর মঠ পূজা উদযাপন কমিটির সভাপতি কিশোর কুমার দে, সাধারণ সম্পাদক লিমন কৃষ্ণ সাহা কানু, শ্রীমৎ স্বামী প্রজ্ঞানানন্দ ট্রাস্টের সাধারণ সম্পাদক বাসুদেব কর্মকার ভাসাই, শংকর মঠ পূজা উদযাপন কমিটির প্রচার সম্পাদক রূপক কর্মকার প্রমূখ।