শপথ নিলেন হাইকোর্টের ৯ বিচারপতি

শপথ নিলেন হাইকোর্টের ৯ বিচারপতি

সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে বিচারপতি হিসেবে স্থায়ী নিয়োগ পাওয়া ৯ বিচারপতি আজ শপথ নিয়েছেন।

মঙ্গলবার বেলা ১১টার দিকে সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন তাদের শপথবাক্য পাঠ করান।

সুপ্রিম কোর্টের মুখপাত্র ও বিশেষ কর্মকর্তা মোহাম্মদ সাইফুর রহমান বাসস’কে এ কথা জানান।

শপথ নেওয়া বিচারপতিরা হলেন- বিচারপতি মুহম্মদ মাহবুব-উল ইসলাম, বিচারপতি শাহেদ নূরউদ্দিন, বিচারপতি মো. জাকির হোসেন, বিচারপতি মো. আখতারুজ্জামান, বিচারপতি মো. মাহমুদ হাসান তালুকদার, বিচারপতি কাজী ইবাদত হোসেন, বিচারপতি কে এম জাহিদ সারওয়ার, বিচারপতি এ কে এম জহিরুল হক ও বিচারপতি কাজী জিনাত হক।

রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদ সংবিধানের ৯৫ অনুচ্ছেদে প্রদত্ত ক্ষমতাবলে সোমবার হাইকোর্ট বিভাগের ৯ জন অতিরিক্ত বিচারককে এ বিভাগের স্থায়ী বিচারপতি হিসেবে নিয়োগ দেন।

গত ২০১৯ সালের ২০ অক্টোবর এই ৯ জনকে অতিরিক্ত বিচারপতি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছিল।