শফিউল বারী বাবু জনপ্রিয় ও ভালো সংগঠক ছিলেন - জহির উদ্দিন স্বপন

জনপ্রিয় ও ভালো সংগঠক এই দুটি গুণ একইসঙ্গে অর্জন করা দুরূহ। বিরল দুটি গুণই অর্জন করেছিলেন- জাতীয়তাবাদী ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ও জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সভাপতি শফিউল বারী বাবু। বাংলাদেশের ছাত্ররাজনীতির দীর্ঘ পরিক্রমায় যে স্বল্প সংখ্যক নেতৃবৃন্দ তাদের মেধা, প্রজ্ঞা, সাংগঠনিক দক্ষতা, ব্যক্তিগত কারিশমা, দলের প্রতি অকৃত্রিম আনুগত্য এবং বিপুল জনপ্রিয়তা দিয়ে নিজেকে অনন্য উচ্চতায় নিতে সক্ষম হয়েছেন শফিউল বারী বাবু তাদের মধ্যে একেবারে সামনের কাতারের।
জাতীয়তাবাদী ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ও স্বেচ্ছাসেবক দলের সভাপতি সদ্য প্রয়াত শফিউল বারীর স্মরণে অনুষ্ঠিত স্মরণ সভা ও দোয়া অনুষ্ঠানে অনলাইনে যুক্ত হয়ে এসব কথা বলেন সাবেক সংসদ সদস্য, বিএনপির কেন্দ্রীয় রিসার্স ও কমিউনিকেশন (বিএনআরসি) এর পরিচালক এবং কমিউনিকেশন সেলের প্রধান সম্পাদক এসব কথা বলেন ।
বুধবার গৌরনদী উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল (৯০-২০২০) গৌরনদী উপজেলার ব্যানারে ওই স্মরণ সভা ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে জহির উদ্দিন স্বপন বলেন, আমার নাতিদীর্ঘ ছাত্ররাজনীতির সময়কালে বিশেষ করে, এরশাদ বিরোধী আন্দোলনের একজন সামনের সারির সংগঠক এবং জাতীয় রাজনীতিতে বিএনপির একজন কর্মী হিসেবে জাতীয়তাবাদী ছাত্রদলের সোনালী প্রজন্মের এই সদস্যকে পর্যবেক্ষণ করার সুযোগ হয়েছে। সে আলোকে যদি বাবুর রাজনীতির দীর্ঘজীবনকে বিশ্লেষণ করি তাহলে বলব, নেতৃত্ব একটি সহজ ব্যাকরণ দিয়ে পরিচালিত হয়। ‘জনপ্রিয়তা ও ভালো সংগঠক’ দুটি বিরল গুণাবলী খুব কম নেতাই যুগপৎভাবে ধারণ করতে সক্ষম হন। স্নেহাস্পদ সাবেক ছাত্রনেতা শফিউল বারী বাবু তা ভুল প্রমাণিত করে প্রবল জনপ্রিয় এবং একজন অসম্ভব ভালো সংগঠকে পরিণত করেছিলেন নিজেকে। তার এই অকাল প্রয়াণে জাতীয়তাবাদী ধারা প্রতিষ্ঠার সংগ্রামের কাফেলায় যুক্ত সৈনিকেরা হারালো একজন জনপ্রিয় ও মেধাবী সংগঠককে।
গৌরনদী উপজেলা জাতীয়তাবাদী ছাত্রদলের সাবেক সভাপতি ও উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক বদিউজ্জামান মিন্টুর সভাপতিত্বে অনুষ্ঠিত শফিউল বারী বাবুর স্মরণ সভা ও দোয়া অনুষ্ঠানে জাতীয়তাবাদী ছাত্রদলের সাবেক ও বর্তমান প্রজন্মের বিপুল সংখ্যক নেতৃবৃন্দ যোগদেন।
গৌরনদী উপজেলা জাতীয়তাবাদী ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ও বিএনপির তরুণ নেতা সাইয়েদুল আলম খান সেন্টুর পরিচালনায় ৯০ পরবর্তী গৌরনদী উপজেলাধীন ছাত্রদলের বিভিন্ন ইউনিট নেতৃবৃন্দ ও কলেজ ছাত্রসংসদের নির্বাচিত ভিপি/জিএসবৃন্দ স্মৃতিচারণমূলক বক্তব্য রাখেন।