শরীয়তপু‌রে বিএন‌পির সমা‌বেশ ও বিক্ষোভ

শরীয়তপু‌রে বিএন‌পির সমা‌বেশ ও বিক্ষোভ

সারা‌দে‌শে বিএন‌পির নেতাকর্মী‌দের উপর হামলা ও মামলার প্রতিবা‌দে শরীয়তপু‌রে ‌বি‌ক্ষোভ সমা‌বেশ ক‌রে‌ছে জেলা বিএন‌পি।

আজ শ‌নিবার সকা‌লে জেলা শহ‌রের আংগা‌রিয়ায় এই প্রতিবাদী সমা‌বেশ অনু‌ষ্ঠিত হয়।

সমা‌বে‌শে উপ‌স্থিত ছি‌লেন বিএন‌পির নির্বাহী ক‌মি‌টির সাংগঠ‌নিক সম্পাদক শামা ওবা‌য়েদ, সহ সাংগ‌ঠিক সম্পাদক সে‌লিমুজ্জামান সে‌লিম, জেলা বিএন‌পির সভাপ‌তি সরদার এ‌কেএম না‌ছির উ‌দ্দিন কালু, সাংগঠ‌নিক সম্পাদক সাঈদ আসলাম, সদর উপ‌জেলা সভাপ‌তি সিরাজুল হক মোল্লা সহ বিএন‌পির অংঙ্গসংগঠ‌নের নেতাকর্মীরা।