শহীদ আবদুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেস ক্লাবের নব-নির্বাচিত কমিটির দায়িত্ব গ্রহণ

শহীদ আবদুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেস ক্লাবের নির্বাচনের এক মাস পর দায়িত্ব পেলেন নির্বাচিত কমিটি। আইনী জটিলতা থকার পর দায়িত্ব হস্তন্তর স্থগিত হয়ে যায়। অবশেষে আইনী জটিলতা নিরসন করে কাটিয়ে দায়িত্ব ভার গ্রহণ করেছে ক্লাবের নব-নির্বাচিত নেতৃবৃন্দ।
বৃহস্পতিবার সন্ধ্যায় প্রেস ক্লাব মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব বুঝিয়ে দেন বিগত কমিটর সভাপতি অ্যাডভোকেট মানবেন্দ্র বটব্যাল। তবে দায়িত্ব বুঝিয়ে দেওয়ার অনুষ্ঠানে উপস্থিতি ছিলেন না বিগত কমিটির সাধারণ সম্পাদক এসএম জাকির হোসেন।
নব-নির্বাচিত কমিটির সভাপতি অ্যাডভোকেট মু. ইসমাইল হোসেন নেগাবান মন্টু ও সাধারণ সম্পাদক কাজী মিরাজ মাহমুদ দায়িত্ব বুঝে নেন।
দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ক্লাবে সদস্য বীর মুক্তিযোদ্ধা নুরুল আলম ফরিদ, জেষ্ঠ্য সদস্য অ্যাডভোকেট নজরুল ইসলাম চুন্নু, নাসিম উল আলম, মুরাদ আহম্মেদ, শাহিনা আজমিন, স্বপন খন্দকার, গোপাল সরকার, সৈয়দ দুলাল, মাহামুদ হোসেন চৌধুরী, কাজী আল-মামুন, মিজানুর রহমান, আবদুর রাজ্জাক ভূইয়া, ফিরদাউস সোহাগ, রাহাত খান, সুমন চৌধুরী, গিয়াস উদ্দিন সুমন, মো. নাসির উদ্দিন, এম মোফাজ্জেল, সুখেন্দু এদবর, রুবেল খান, রাইসুল ইসলাম অভি, সাগর বৈদ্য, শাহীন সুমন, দেওয়ান মোহন, ফারুক লিটু, জুয়েল মাহমুদ।
দায়িত্ব হস্তান্তরের পূর্বে বিদায়ী সভাপতি অ্যাডভোকেট মানবেন্দ্র বটব্যাল বলেন, নতুন কমিটি প্রেসক্লাবের উন্নয়নে কার্যকরী ভুমিকা রাখবেন বলে আমি আশা করি। পুরানো ভেদাভেদ ভুলে সকলকে সঙ্গে নিয়ে প্রেসক্লাব ও সাংবাদিকদের সকল কর্মকান্ডে সহযোগিতা করার আহ্বান জানান তিনি।
উল্লেখ্য গত ২৪ ডিসেম্বর শহীদ আবদুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেস ক্লাবের কার্যকরি পরিষদের ভোট অনুষ্ঠিত হয়। নির্বাচনে অ্যাডভোকেট মন্টু ও কাজী মিরাজ এবং কাজী বাবুল ও কাজী মামুন প্যানেল অংশ নেয়।
প্রতিদ্বন্দ্বীতাপূর্ণ নির্বাচনে সভাপতি পদে অ্যাডভোকেট মু. ইসমাইল হোসেন নেগাবান মন্টু ও সাধারণ সম্পাদক পদে কাজী মিরাজ নির্বাচিত হন। মন্টু ও কাজী মিরাজ প্যানেল সভাপতি সম্পাদকসহ ৭টি পদে জয়ী হন। এই প্যানেলের অন্যান্য বিজয়ীরা হলেন, সদস্য নুরুল আলম ফরিদ, অ্যাডভোকেট নজরুল ইসলাম চুন্নু, সৈয়দ দুলাল, সাগর বৈদ্য ও ক্রীড়া সম্পাদক দেওয়ান মোহন।
অন্যদিকে কাজী বাবুল ও কাজী মামুন প্যানেল সহসভাপতিসহ ১০টি পদে জয়ী হয়। এই প্যানেলের বিজয়ীরা হলেন, সহ-সভাপতি পুলক চ্যাটার্জি ও এসএম জাকির হোসেন, যুগ্ম সম্পাদক এম মোফাজ্জেল, কোষাধ্যক্ষ মোশাররফ হোসেন, পাঠাগার সম্পাদক খান রুবেল, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক সুখেন্দ এদবর, দপ্তর সম্পাদক নাছির উদ্দিন, সদস্য অ্যাডভোকেট মানবেন্দ্র বটব্যাল, মিজানুর রহমান ও কেএম নয়ন।
নিয়ম অনুযায়ী নতুন বছরের প্রথম দিনে নব-নির্বাচিত কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর করার কথা। কিন্তু মামলার কারণে নির্ধারিত সময়ে দায়িত্ব প্রদান করা হয়নি।