শাইনিং পার্সোনালিটি অ্যাওয়ার্ড পেলেন বরিশালের তরুণ সাংবাদিক মর্তুজা জুয়েল

শাইনিং পার্সোনালিটি অ্যাওয়ার্ড পেলেন বরিশালের তরুণ সাংবাদিক মর্তুজা জুয়েল

মাদকবিরোধী আন্দোলন ও মাদকাসক্তদের চিকিৎসা সেবায় বিশেষ অবদান রাখায় শাইনিং পার্সোনালিটি অ্যাওয়ার্ড - ২০২২ পেয়েছেন বরিশালের তরুণ সাংবাদিক মর্তুজা জুয়েল।

শনিবার সন্ধ্যায় রাজধানীর তোপখানা রোডের বাংলাদেশ শিশু কল্যাণ পরিষদের কনফারেন্স লাউঞ্জে  তাকে এ সম্মাননা প্রদান করা হয়।

বাংলাদেশ ম্যাগাজিন জার্নালিস্ট ফাউন্ডেশনের আয়োজনে  মাদক দ্রব্যের অপব্যবহার রোধে সামাজিক আন্দোলন গড়তে গণমাধ্যমের ভূমিকা শীর্ষক এক আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তাকে এ অ্যাওয়ার্ড তুলে দেয়া হয় । 

বাংলাদেশ সুপ্রিম কোর্টের সাবেক বিচারপতি বিচারপতি মোহাম্মদ খাদেমুল ইসলাম চৌধুরী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সাবেক মহাপরিচালক ও সাবেক তথ্য সচিব  মারবুব মোর্শেদ।

উল্লেখ্য বরিশালের তরুন সাংবাদিক মর্তুজা জুয়েল স্যাটেলাইট টেলিভিশন দীপ্ত টেলিভিশনের স্টাফ রিপোর্টার পদে বরিশাল বিভাগে কর্মরত রয়েছেন। তিনি দীর্ঘদিন ধরে মাদকবিরোধী লেখালেখি ও মাদকবিরোধী সামাজিক আন্দোলনের সঙ্গে যুক্ত রয়েছেন। ইতিপূর্বে তিনি ধূমপান   ও তামাক বিরোধী সংবাদ প্রকাশ করে পরপর দুবার টোবাকো কন্ট্রোল জার্নালিজম অ্যাওয়ার্ড ২০১৭ ও ২০১৮ অর্জন করেন ।

বর্তমানে বরিশালে তার প্রতিষ্ঠিত দি নিউ লাইফ মাদকাসক্তি চিকিৎসা ,সহায়তা ও পুনর্বাসন কেন্দ্র দক্ষিণ অঞ্চলে মাদকের চিকিৎসা এবং মাদক বিরোধী কর্মকাণ্ডে  গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।