শাবিপ্রবি প্রেসক্লাবের নতুন সভাপতি জুবায়ের, সম্পাদক মাসুদ

শাবিপ্রবি প্রেসক্লাবের নতুন সভাপতি জুবায়ের, সম্পাদক মাসুদ

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবি) কর্মরত সাংবাদিকদের সংগঠন ‘শাহজালাল বিশ্ববিদ্যালয় প্রেসক্লাব’র ২০২০-২১ কার্যনির্বাহী পরিষদের নতুন সভাপতি হিসেবে জুবায়ের মাহমুদ ও সাধারণ সম্পাদক পদে মাসুদ আল রাজী নির্বাচিত হয়েছেন। 

বুধবার সকাল সাড়ে দশটা থেকে বেলা বারোটা পর্যন্ত বিশ্ববিদ্যালয় প্রেসক্লাব কার্যালয়ে ২০২০-২১ কার্যনির্বাহী পরিষদ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ভোটগ্রহণ শেষে বেলা সাড়ে বারোটায় নির্বাচনের ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. লুৎফুল এলাহী কাওছার। এসময় নির্বাচন কমিশনার লোকপ্রশাসন বিভাগের সহকারী অধ্যাপক কানিজ ফাতেমা এবং বন ও পরিবেশবিদ্যা বিভাগের সহকারী অধ্যাপক সাইফুজ্জামান ভূঁইয়া উপস্থিত ছিলেন।

এছাড়া অন্যান্য পদে নির্বাচিতরা হলেন সহ-সভাপতি রাজীব বাবু, যুগ্ম সাধারণ সম্পাদক জি এম ইমরান হোসেন, কোষাধ্যক্ষ নাজমুল হুদা, দপ্তর সম্পাদক আব্দুল্লা আল মাসুদ, কার্যকরী সদস্য নুরুল ইসলাম রুদ্র, হাসান নাইম ও রাশেদুল হাসান।