শাবির সিন্ডিকেট নির্বাচন স্থগিত

শিক্ষার্থীদের আন্দোলনের কারণে সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) সিন্ডিকেট নির্বাচন স্থগিত করেছে কর্তৃপক্ষ।
বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ ও সিন্ডিকেট সদস্য অধ্যাপক আনোয়ারুল ইসলাম বুধবার দুপুরে এ বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘উদ্ভূত পরিস্থিতিতে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।’
শাহজালাল বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট নির্বাচন আগামী ২ ফেব্রুয়ারি হওয়ার কথা ছিল। কিন্তু শিক্ষার্থীদের আন্দোলনের কারণে গত কয়েকদিন ধরেই উত্তেজনা চলছে ক্যাম্পাসে। বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করে হল ছাড়ার নির্দেশ দেয়া হলেও শিক্ষার্থীরা তা মানেনি। এ বিষয়ে কোষাধ্যক্ষ বলেন, ‘আমরা এখন অন্যকিছু ভাবতে পারছি না। যে আন্দোলন চলছে, সেটি আগে সমাধান করতে চাইছি। তাই সিন্ডিকেট নির্বাচন স্থগিত করা হয়েছে।’
এর আগে, দুর্ব্যবহার করার অভিযোগে বিশ্ববিদ্যালয়ের বেগম সিরাজুন্নেসা চৌধুরী হলের প্রভোস্ট জাফরিন আহমেদ লিজার অপসারণের দাবিতে গত ১৩ জানুয়ারি শিক্ষার্থীদের আন্দোলনের সূচনা হয়।
শেষ পর্যন্ত তাকে অপসারণ করা হলেও রোববার পুলিশের লাঠিপেটা ও টিয়ার শেল ছোড়ার ঘটনায় উপাচার্য ফরিদ উদ্দিন আহমেদের পদত্যাগসহ তিন দফা দাবিতে আন্দোলন চালিয়ে যাচ্ছে শিক্ষার্থীরা। বুধবার সপ্তম দিনের মত ক্যাম্পাসে তাদের কর্মসূচি চলছে।