শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে ৯ এপ্রিল পর্যন্ত

শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে ৯ এপ্রিল পর্যন্ত

করোনাভাইরাস (কভিড-১৯) প্রাদুর্ভাবের মধ্যেই শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের মেয়াদ বাড়ানোর ঘোষণা দিয়েছে সরকার।

প্রাক-প্রাথমিক থেকে শুরু করে সব ধরনের শিক্ষাপ্রতিষ্ঠান আগামী ৯ এপ্রিল পর্যন্ত বন্ধ থাকবে।

মঙ্গলবার শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেন, সকল পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠান ৯ এপ্রিল পর্যন্ত বন্ধ থাকবে। আর এসময় শিক্ষার্থীদের অবশ্যই বাসায় থাকতে হবে।

এর আগে করোনা ছড়িয়ে পড়া রোধ করতে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে দেশের সব স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয়সহ সব শিক্ষাপ্রতিষ্ঠান ৩১ মার্চ পর্যন্ত বন্ধ ঘোষণা করা হয়েছিল।

এদিকে করোনার প্রাদুর্ভাব ঠেকাতে গণপরিবহন, যাত্রীবাহী ট্রেন ও নৌযান বন্ধের সিদ্ধান্ত নিয়েছে সরকার। ট্রেন ও নৌযান চলাচল বন্ধ হচ্ছে মঙ্গলবার থেকে। আর বৃহস্পতিবার থেকে বন্ধ হবে বাসসহ সব ধরনের গণপরিবহন।

প্রসঙ্গত, করোনাভাইরাসের প্রেক্ষাপটে ২৬ মার্চ থেকে আগামী ৪ এপ্রিল পর্যন্ত ১০ দিনের জন্য সরকারি-বেসরকারি সব অফিস বন্ধ ঘোষণা করা হয়েছে। এ সময় পুলিশ ও হাসপাতাল ছাড়া সব ধরনের সরকারি সেবা বন্ধ থাকবে।

বাংলাদেশে সরকারি হিসাব অনুযায়ী এখন পর্যন্ত করোনায় তিনজনের মৃত্যু হয়েছে। আক্রান্ত হয়েছেন ৩৩ জন। তাদের মধ্যে পাঁচজন সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন।