বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী বরিশাল জেলা সংসদের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক শিক্ষাবিদ-সংস্কৃতিজন সাবের আহমেদ গতকাল বুধবার ভোররাত পেনে পঁচটায় হৃদরোগে আক্রান্ত হয়ে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্নাইলাহি রাজেউন।
মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯০ বছর। তিনি তাঁর স্ত্রী, এক পুত্র এবং তিন কন্যা সন্তানসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। প্রতিষ্ঠাকালীন সময় থেকে সাবের আহমেদ আমৃত্যু উদীচীর সঙ্গে যুক্ত ছিলেন।
তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ এবং শোক সন্তপ্ত পরিবারবর্গের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছে বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী বরিশাল জেলা সংসদ ও বরিশাল নাটক। ছাড়াও সাবের আহমেদের মৃত্যুতে শোক প্রকাশ করে বিব্রিতি দিয়েছেন বরিশালের ২৭ সংগঠনের জোট বরিশাল সাংস্কৃতিক সংগঠন সমন্বয় পরিষদ, বাংলাদেশ মহিলা পরিষদ, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি বরিশাল জেলা শাখাসহ বিভিন্ন সংগঠন।
প্রগতিশীল সংস্কৃতি চর্চার পথ সুগম করতে যেকজন মানুষ বরিশালে কাজ করেছেন সাবের আহমেদ তাঁদের মধ্যে অন্যতম একজন। বরিশাল উদীচী প্রতিষ্ঠায় সাবের আহমেদের ভূমিকা অনন্য। তিনি একজন গুণি শিক্ষক হিসেবে অধিক পরিচিত ছিলেন। প্রগতিশীল চিন্তার মানুষ হিসেবে সাবের আহমেদ কমিউনিস্ট পার্টির সঙ্গে যুক্ত ছিলেন। একজন প্রচার বিমুখ মানুষ ছিলেন সাবের আহমেদ।
বরিশাল ব্রজমোহন বিদ্যালয়ের পদার্থ বিদ্যার সাবেক শিক্ষক ও সংস্কৃতিজন সাবের আহমেদ বরিশালে উদীচীর প্রতিষ্ঠাতা মুকুল সেনের আদর্শে উজ্জীবীত উদীচী প্রতিষ্ঠায় উদ্যোগ গ্রহণ করেন। শিক্ষা ও সংস্কৃতিতে অবদানের স্বীকৃতি হিসেবে ২০১১ সালে উদীচীর প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে তাঁকে গুণিজন সংবর্ধনা দেওয়া হয়।