শিক্ষার্থীকে গণধর্ষণ ও ধর্ষকের বিচারের দাবীতে মশাল মিছিল বরিশালে

বশেমুরবিপ্রবির শিক্ষার্থীকে গণধর্ষণ এবং ধর্ষকের বিচারের দাবীতে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে গণতান্ত্রিক ছাত্র কাউন্সিল বরিশাল জেলা শাখা নগরীতে মশাল মিছিল করে।
আজ রবিবার, ২৭ ফেব্রুয়ারী সন্ধ্যা ৭ টায় গণতান্ত্রিক ছাত্র কাউন্সিল বরিশাল জেলা শাখার আয়োজনে বশেমুরবিপ্রবির শিক্ষার্থীকে গণধর্ষণ এবং ধর্ষকের বিচারের দাবীতে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে মশাল মিছিল অনুষ্ঠিত হয়।বরিশাল নগরীর অশ্বিনী কুমার টাউন হল এলাকা থেকে শুরু হয়ে মিছিল বরিশাল শহীদ মিনারে গিয়ে শেষ হয়।
মিছিল শেষে সংক্ষতিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন গণতান্ত্রিক ছাত্র কাউন্সিল বরিশাল বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক সুজয় শুভ এবং সাধারণ সম্পাদক আলিসা মুনতাজ।