শিল্প নির্দেশক মহিউদ্দিন ফারুক আর নেই

শিল্প নির্দেশক মহিউদ্দিন ফারুক আর নেই

না ফেরার দেশে চলে গেলেন সাতবার জাতীয় চলচ্চিত্র পুরস্কারজয়ী শিল্প নির্দেশক মহিউদ্দিন ফারুক (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

খবরটি নিশ্চিত করেছেন চলচ্চিত্র প্রযোজক সমিতির সভাপতি খোরশেদ আলম খসরু।

খসরু বলেন, “মহিউদ্দিন ফারুক ভাই দুপুরে তার নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। একজন গুণী মানুষকে হারালাম আমরা। তিনি বিখ্যাত চলচ্চিত্র পরিচালক ও শিল্প নির্দেশক ছিলেন এবং একাধিকবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেছেন, স্ট্যামফোর্ড ইউনিভার্সিটিতে চলচ্চিত্র বিষয়ে শিক্ষকতা করতেন। বাংলাদেশ চলচ্চিত্র প্রযোজক পরিবেশক সমিতির শোক ও শ্রদ্ধা জ্ঞাপন করছি এবং তার আত্মার মাগফেরাত কামনা করছি।”

মহিউদ্দিন ফারুকের পারিবারিক সূত্রে জানা গেছে, তিন-চার দিন ধরে তার জ্বর ছিল। তাছাড়া আগে থেকেই হৃদপিন্ডে সমস্যা ছিল। তিনি স্ট্রোক করেছেন বলেও ধারণা করা হচ্ছে। তাছাড়া করোনা উপসর্গে মৃত্যু হয়েছে কি-না পরীক্ষা করে দেখা হচ্ছে। পরে বনানী কবরস্থানে তাকে দাফন করা হবে।

এই গুণী ব্যক্তিত্বের সর্বশেষ শিল্প নির্দেশনায় ছিল যৌথপ্রযোজনার ‘মনের মানুষ’। এই ছবির জন্যও জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছিলেন মহিউদ্দিন ফারুক।