শিশুদের মাঝে মৌসুমি ফল বিতরণ বরিশাল বিভাগীয় ও জেলা প্রশাসনের

বরিশালে বিভাগীয় ও জেলা প্রশাসনের আয়োজনে সরকারি শিশু পরিবারের সুবিধা বঞ্চিত শিশুদের মাঝে জ্যৈষ্ঠের মৌসুমি ফল বিতরণ।
মঙ্গলবার ২১ জুন বিকাল ৫ টায় বিভাগীয় ও জেলা প্রশাসন বরিশালের আয়োজনে সরকারি শিশু পরিবার বালিকা দক্ষিণের হল রুমে সরকারি শিশু পরিবারসমূহের সুবিধা বঞ্চিত শিশুদের মাঝে জ্যৈষ্ঠের ফল বিতরণ করেন প্রধান অতিথি বিভাগীয় কমিশনার বরিশাল মোঃ আমিন উল আহসান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক বরিশাল জসীম উদ্দীন হায়দার। এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) বরিশাল খোন্দকার আনোয়ার হোসেন, সিনিয়র সহকারী কমিশনার বিভাগীয় কমিশনা এর কার্যালয় পলাশ দেবনাথ, সহকারী কমিশনার জেলা প্রশাসকের কার্যালয় বরিশাল মোঃ মুশফিকুর রহমান, উপ-পরিচালক জেলা সমাজসেবা কার্যালয় বরিশাল আল-মামুন তালুকদার, প্রবেশন অফিসার জেলা প্রশাসকের কার্যালয় বরিশাল সাজ্জাদ পারভেজসহ অন্যান্য অতিথিরা উপস্থিত ছিলেন।
আলোচনা শেষে প্রধান অতিথি বিভাগীয় কমিশনার বরিশাল সরকারি শিশু নিবাসী দের মাঝে জ্যৈষ্ঠের পাকা ফল আমা ও কাঠাল বিতরণ করেন। পরে নিবাসী শিশুদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।