শীতলক্ষ্যায় জাহাজের ধাক্কায় বাল্কহেড ডুবি, নিহত ১

শীতলক্ষ্যায় জাহাজের ধাক্কায় বাল্কহেড ডুবি, নিহত ১

নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদীর বন্দরঘাট এলাকায় একটি জাহাজের ধাক্কায় আল কুদ্দুস নামে বাল্কহেড ডুবে গেছে। এ ঘটনায় বাদল মাস্টার নামে বাল্কহেডের একজন নিহত হয়েছেন।

মঙ্গলবার দুপুর আড়াইটায় এ ঘটনা ঘটে।

নারায়ণগঞ্জ নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হাকিম আজাদ জানান, জাহাজের ধাক্কায় আল কুদ্দুস নামে একটি বাল্কহেড ডুবে গেছে। এতে বাল্কহেডে থানা বাদল মাস্টার পানিতে নিখোঁজ হলে তাকে উদ্ধার করে হাসপাতালে নেয়া হয়। এরপর সেখানকার ডাক্তাররা তাকে মৃত ঘোষণা করেন। বাল্কহেড উদ্ধারে কাজ শুরু হচ্ছে।