শুক্রবার ৫-৬শ’ রুশ সেনা আত্মসমর্পণ করেছে

শুক্রবার একদিনেই ৫-৬শ’ রুশ সেনা ইউক্রেনিয়ান বাহিনীর কাছে আত্মসমর্পণ করেছেন বলে দাবি করেছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।
তিনি আরও দাবি করেছেন, প্রথম ১৭ দিনের লড়াইয়ে রাশিয়ার প্রায় ১৩ হাজার সেনা নিহত হয়েছেন।
তবে এই তথ্য যাচাই করা সম্ভব হয়নি বলে জানিয়েছে বিবিসি। পশ্চিমা সূত্রগুলোর ধারণা, এই সময়ে প্রায় ৬ হাজার রুশ সেনা নিহত হয়ে থাকতে পারেন।
রুশ সেনাদের সতর্ক করে ইউক্রেনের প্রেসিডেন্ট বলেছেন, ‘জনগণের চিন্তা ও বিবেক দখল করা সম্ভব নয়। শহরগুলোর দখলদারিত্ব সাময়িক, চিরদিনের জন্য নয়। এ ব্যাপারে আমি আত্মবিশ্বাসী।’
এদিকে রুশ বাহিনী শিগগিরই ইউক্রেনের রাজধানী কিয়েভে বড় ধরনের হামলা শুরু করতে পারে বলে আশঙ্কা করছে পশ্চিমা সংবাদমাধ্যমগুলো।
ইতোমধ্যে কিয়েভের দিকে এগিয়ে আসা রুশ বহরকে তিন দিকে মোতায়েন করা শুরু হয়েছে।
কিয়েভের উত্তর-পশ্চিমাঞ্চলে ব্যাপক সংঘর্ষের খবর পাওয়া গেছে। রাজধানীর কেন্দ্রস্থল থেকে ১৫ কিলোমিটার দূরে রয়েছে রুশ সাঁজোয়া বহর।