শুরু হচ্ছে মেয়েদের লিগ

ঈদের আগে ৫ মে থেকে আবার শুরু হচ্ছে মেয়েদের বাংলাদেশ প্রিমিয়ার লিগের দ্বিতীয় পর্ব।
কৃষ্ণাসহ ৫ জন নারী ফুটবলার করোনায় আক্রান্ত হয়েছিলেন। তাদের সংস্পর্শে থাকা বসুন্ধরা কিংসের আরো ৭ জনেরও করোনা পরীক্ষা করানো হয়েছিল।
রবিবার সবার করোনা নেগেটিভ হওয়ায় বাফুফের মহিলা উইং কমিটি ঈদের আগেই মেয়েদের লিগ শুরুর সিদ্ধান্ত নিয়েছে।
বাফুফের মহিলা কমিটির চেয়ারপার্সন মাহফুজা আক্তার কিরণ জানিয়েছেন, ৫ মে থেকে মেয়েদের লিগ শুরু করবেন তারা। স্থগিত হওয়ার আগে দ্বিতীয় রাউন্ডের খেলা চলছিল।
গত ৩১ মার্চ আটটি দল নিয়ে মেয়েদের লিগ বীরশ্রেষ্ঠ শহীদ মোস্তফা কামাল স্টেডিয়ামে শুরু হয়েছিল।
গতবারের চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংসহ দুটি দল দুটি করে ম্যাচ শেষ করেছে। বাকিরা খেলেছে একটি করে ম্যাচ।
আট দলের লিগে শীর্ষে আছে বসুন্ধরা কিংসের মেয়েরাই। দুই ম্যাচ তারা প্রতিপক্ষের জালে দিয়েছে ২৪ গোল।