শেখ হাসিনা ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এ্যান্ড কলেজের এসএসসি উওীর্ণ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

পটুয়াখালীতে শেখ হাসিনা ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এ্যান্ড কলেজের ২০২৩ সালের এস এস সি পরীক্ষায় উওীর্ণ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
রবিবার ৬ আগস্ট সকালে শেখ হাসিনা ক্যান্টনমেন্ট এর অডিটোরিয়াম হলে এক জমকালো অনুষ্ঠানের মাধ্যমে ৪৫ জন শিক্ষার্থীকে ক্রেস্ট প্রধান করা হয়।
শেখ হাসিনা ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এ্যান্ড কলেজ এর ২০২৩ সালে অনুষ্ঠিত এস এস সি পরীক্ষায় উওীর্ণ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে।
পরিচালনা পর্ষদের সভাপতি ব্রিগেডিয়ার জেনারেল আলি আজিম এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ক্রেস্ট বিতরণ করেন ৭ পদাতিক ডিভিশন এবং এরিয়া কমান্ডার মেজর জেনারেল আবদুল কাইউম মোল্লা। এসময় আরো উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত অধক্ষ মেজর সাইদুর রহমান, এইসি সহ ক্যান্টনমেন্টের অন্যান্য অফিসারবর্গ, শিক্ষার্থী ও তাদের অভিভাবক বৃন্দ।