শেখ হাসিনা জাতীয় ইনস্টিটিউটে চলছে করোনা টিকার বুথের কাজ

শেখ হাসিনা জাতীয় ইনস্টিটিউটে চলছে করোনা টিকার বুথের কাজ

শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে করোনা টিকা দেওয়ার জন্য ১০টি বুথ করা হবে। এর কাজ দ্রুত গতিতে চলছে।

৭ ফেব্রুয়ারি থেকে সেখানে টিকা দেওয়ার কার্যক্রম শুরু করা হবে।

বৃহস্পতিবার (৪ ফেব্রুয়ারি) দুপুরে ওই ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ডা. আবুল কালাম এ তথ্য জানান।

তিনি বলেন, ইনস্টিটিউটের তেতলায় ক্লাসরুমে করোনার টিকা দেওয়ার জন্য মোট দশটি বুথ তৈরির কাজ চলছে। ৭ ফেব্রুয়ারি সকালে সেখানে টিকা দেওয়ার কার্যক্রম শুরু হবে। এছাড়া নার্স ভলেন্টিয়ারদের অলরেডি আমরা ট্রেনিং দিয়েছি। আশা করি, সেদিন সকালে মন্ত্রণালয়ের অনেক কর্মকর্তারা নিয়ম অনুযায়ী, আমাদের এখানে করোনা প্রতিরোধের টিকা নেবেন। ওইদিন সকালে তিনি নিজেও টিকা নেবেন। এছাড়া মন্ত্রণালয়ের অনেক কর্মকর্তারা করোনা প্রতিরোধের টিকা নেবেন।  

তিনি আরও বলেন, এ করোনার টিকা নিয়ে আমরা এখন মিটিং করছি। আশা করি, ওই দিন ১শ জনের মধ্যে টিকা দেওয়া হবে। এছাড়া এর ওপরেও হতে পারে।
 


ভোরের আলো/ভিঅ/০৪/০২/২০২১