শেখ হাসিনা বঙ্গবন্ধুর হত্যাকরীদের সঙ্গে নিয়ে অবৈধভাবে দেশ শাসন করছে-সরোয়ার

শেখ হাসিনা বঙ্গবন্ধুর হত্যাকরীদের সঙ্গে নিয়ে অবৈধভাবে দেশ শাসন করছে-সরোয়ার

বিএনপি কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট মজিবর রহমান সরোয়ার বলেছেন, শেখ হাসিনার নিজেই শেখ মজিবুর রহমানের হত্যাকরীদের সঙ্গে নিয়ে অবৈধভাবে দেশ শাসন করছেন। আওয়ামী লীগ নিজেরাই শেখ মজিবুর রহমানকে দলীয়করণ করে বিভক্ত করে রেখেছে। আমরা তাঁকে একজন মুক্তিযুদ্ধের নেতা মনি করি। মুক্তিযুদ্ধকালীন সময়ে আওয়ামী লীগের কোন নেতা রনাঙ্গনে যুদ্ধ করেছেন।

শনিবার বেলা ১১টায় নগরীর সদর রোডস্থ জেলা ও মহানগর বিএনপি দলীয় কার্যলয়ের সামনে মহানগর বিএনপি আয়োজিত জিয়াউর রহমান বীর উত্তম খেতাব কেড়ে নেয়ার রাস্ট্রীয় অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশে এসব কথা বলেন মজিবর রহমান সরোয়ার।

সরোয়ার অভিযোগ করেন, সেদিন মোস্তাকের মন্ত্রী পরিষদসহ ট্যাংকের উপর যাদের দেখা গেছে, তারা বর্তমান সরকারের আপন হয়ে গেছে। শেখ হাসিনা মুক্তিযোদ্ধাদের চেতনার কথা বলেন, কিন্তুু  তাদের মূল্যবোধের কথা বুঝতে চায় না। তারা স্বাধীনতার ঘোষণাসহ সরাসরি রনাঙ্গনে যুদ্ধ করে বীর উত্তম খেতাব পাওয়া শহীদ রাস্ট্রপতি জিয়াউর রহমানের খেতাব বাতিল করার খেলায় মেতে উঠেছে।

কারা আজ জামুকা চালায়, তাদের কি ক্ষমতা আছে জিয়াউর রহমানের খেতাবের উপর হাত দেওয়ার। আল জাজিরায় প্রচারিত সংবাদ থেকে দেশের মানুষর নজর অন্যদিকে ফেরাতে সরকার জিয়াউর রহমানের খেতাব বাতিলের এই অপচেষ্টা করছে। মুক্তযুদ্ধকালীন শেখ হাসিনার পরিবার পাকিস্তানীদের খাবার খেয়েছেন। জিয়াউর রহমানের পরিবার খায়নি। শহীদ রাস্ট্রপতির খেতাব নিয়ে কোন রকম ষড়যন্ত্র করা হলে হরতালের মাধ্যমে দেশ অচল করে দেওয়া হবে।
প্রতিবাদের সমাবেশে আরো বক্তব্য রাখেন মহানগর বিএনপি ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জিয়া উদ্দিন সিকদার জিয়া, যুগ্ম সম্পাদক সৈয়দ আকবর হোসেন পাঠান, যুগ্ম সহ-সাধারণ সম্পাদক আনোয়ারুল হক তারিন, মহানগর বিএনপি নেতা বীর মুক্তিযোদ্ধা নুরুল আলম ফরিদ, মহানগর মহিলা দল নেত্রী তাছলিমা কালাম পলি, মহানগর শ্রমিকদল সাধারণ সম্পাদক ফয়েজ আহমেদ খান, মহানগর স্বেচ্ছাসেবক দল সভাপতি মাহবুবুর রহমান পিন্টু, মহানগর যুবদল সভাপতি অ্যাড. আখতারুজ্জামান শামীম।

প্রতিবাদ সমাবেশে আরো উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের কেন্দ্রীয় সদস্য অ্যাড. আলি হায়দারসহ বিভিন্ন দলীয় অঙ্গ সংগঠনের যুবদল, ছাত্রদল নেতৃবৃন্দ।

প্রতিবাদ সমাবেশ সঞ্চলনা করেন মহানগর যুবদল সিনিয়র সহ-সভাপতি সাজ্জাদ হোসেন।