শেখ হাসিনার হাসিমাখা মুখখানাই বাংলার মুখ : পংকজ নাথ

শেখ হাসিনার হাসিমাখা মুখখানাই বাংলার মুখ : পংকজ নাথ

বরিশাল-৪ (হিজলা-মেহেন্দিগঞ্জ) আসনের আওয়ামী লীগ দলীয় সংসদ সদস্য পংকজ নাথ বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাসিমাখা মুখখানাই যেনো বাংলার মুখ। দেশের অকুতভয় কান্ডারী শেখ হাসিনা। পিতার সোনার বাংলা গড়ার দৃপ্ত শপথ নেয়া পরপর তৃতীয়বারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

মঙ্গলবার সন্ধার পর প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫ তম জন্মদিন উপলক্ষ্যে উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন পংকজ নাথ। 

সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সরদার মাহেব হোসেন, উপজেলা ভাইস চেয়ারম্যান খোরশেদ আলম ভুলু, উপজেলা বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদের সভাপতি বশির উদ্দিন আহম্মেদ, উপজেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক রাকিব মাহামুদ তালুকদারসহ অন্যান্যরা। অনুষ্ঠানে হাজারো দলীয় নেতাকর্মী অংশগ্রহণ করেন। 
সভার শেষ পর্যায়ে সাংসদ পংকজ নাথ ও উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দকে সঙ্গে নিয়ে প্রধানমন্ত্রীর জন্মদিনের কেক কাটেন এবং মিষ্টি বিতরণ করেন।