শেখ হাসিনা’র স্বদেশ প্রত্যাবর্তন দিবস বরিশাল আওয়ামী লীগের পালন

প্রধানমন্ত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগ এর সভাপতি শেখ হাসিনা’র ৪২ তম স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে বরিশালে আলোচনা সভা ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।
মঙ্গলবার ১৭ মে বিকাল ৪ টায় আওয়ামী লীগ বরিশাল জেলা ও মহানগর আওয়ামী লীগের আয়োজন বরিশাল নগরের কালীবাড়ি রোডে শহীদ আবদুর রব সেরনিয়াবাত বাসভবনে আলোচনা সভা ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় বরিশাল মহানগর আওয়ামী লীগ এর সভাপতি এ্যাড. এ.কে.এম জাহাঙ্গীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র ও বরিশাল মহানগর আওয়ামী লীগ এর সাধারণ সম্পাদক সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-বরিশাল জেলা আওয়ামী লীগ এর সাধারণ সম্পাদক এ্যাড. তালুকদার মো: ইউনুসসহ জেলা ও মহানগর আওয়ামী লীগ এর নেতৃবৃন্দ। উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি সকল নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে আগামি নির্বাচনে আওয়ামী লীগকে বিজয়ী করার লক্ষে জননেত্রী শেখ হাসিনার হাতকে আরো শক্তিশালী করার আহ্বান জানান।
এছাড়া কৃষক লীগ, মহিলা আওয়ামী লীগ, আওয়ামী যুবলীগ, শ্রমিক লীগ, স্বেচ্ছাসেবক লীগ, ৩০ টি ওয়ার্ডের সভাপতি-সাধারণ সম্পাদক, বরিশাল সিটি কর্পোরেশনের সকল কাউন্সিলরবৃন্দ এবং ছাত্রলীগ এর সকল স্তরের নেতাকর্মী উপস্থিত ছিলেন।
আলোচনা শেষে প্রধানমন্ত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগ এর সভাপতি জননেত্রী শেখ হাসিনা’র সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। উক্ত দোয়া ও মোনাজাত পরিচালনা করেন বরিশাল মহানগর আওয়ামী লীগ এর ধর্ম বিষয়ক সম্পাদক মাওলানা সাইদুর রহমান কাশেমী।