শেবাচিম হাসপাতালে করোনা উপসর্গ নিয়ে আরও এক রোগীর মৃত্যু

বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা উপসর্গ নিয়ে আরও এক রোগীর (৬৮) মৃত্যু হয়েছে। সোমবার দুপুর ১টা ৩৫ মিনিটে হাসপাতালের করোনা ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় সে।
এর আগে করোনা উপসর্গ নিয়ে ঝালকাঠী সদরের চাঁদকাঠী এলাকার ওই রোগীকে (তফাজ্জেল হোসেন) গতকাল সকাল সাড়ে ১০টায় হাসপাতালের করোনা ওয়ার্ডে ভর্তি করেন তার স্বজনরা।
তার নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন হাসপাতালের পরিচালক ডা. মো. বাকির হোসেন।
এ নিয়ে গত ২৯ মার্চ থেকে শেবাচিম হাসপাতালের করোনা ওয়ার্ডে ৭১জন রোগীর মৃত্যু হয়েছে। যার মধ্যে ২৬ জনের করোনা পজেটিভ।