শেবাচিম হাসপাতালে করোনা ওয়ার্ডে মৃত্যু

শেবাচিম হাসপাতালে করোনা ওয়ার্ডে মৃত্যু


বরিশাল শের-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালের করোনা ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় জাকির হোসেন (৫৬) মৃত্যু হয়েছে। মঙ্গলবার রাত ১০টা ৩০ মিনিটে মারা যাওয়া জাকির হোসেন তিমিরকাঠী, নলছিটি ঝালকাঠী বাসিন্দা ।

হাসপাতালের পরিচালক ডা. বাকির হোসেন জানান, ২৩ জুন মঙ্গলবার বিকেল ৫টা ৫৫ মিনিটে করোনার উপসর্গ নিয়ে করোনা ওয়ার্ডে ভর্তি হন । মঙ্গলবার রাতে তিনি মারা যান। তার নমুনা সংগ্রহ করে পিসিআর ল্যাবে পাঠানো হয়েছে।

পরিচালক আরও জানান, এ পর্যন্ত করোনা ওয়ার্ডে মৃত্যু হয়েছে ৭৬ জনের। এদের মধ্যে পজেটিভ এসেছে ২৮ জনের। নেগেটিভ ৩৯ জনের। রিপোর্টের অপেক্ষায় রয়েছেন ৮ জন। এ পর্যন্ত ভর্তি হয়েছে ৫৩২ জন। তাদের মধ্যে পজেটিভ ১৮৯ জন। ৩৯৩ জন নেগেটিভ। রিপোর্টের অপেক্ষায় ৫০ জন। সুস্থ হয়ে বাড়ি গেছেন ১১১ জন। বর্তমানে চিকিৎসাধীন ১১১ জন। এর মধ্যে পজেটিভ ৫০ জন।

সেবা দিতে গিয়ে এ পর্যন্ত হাসপাতালে আক্রান্ত হয়েছেন ১২৪ জন। এদের মধ্যে ডাক্তার ১৫ জন, নার্স ৭৬ জন ও অনান্য স্টাফ ৩৩ জন।