শেবাচিমে ধর্মঘটের কারণে রোগীদের দুর্ভোগের জন্য ইন্টার্ন চিকিৎসকদের দুঃখ প্রকাশ

ধর্মঘট প্রত্যাহারের ৬ দিনের ব্যবধানে রোগীদের দুর্ভোগের জন্য দুঃখ প্রকাশ করেছেন বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকরা।
সোমবার বিকেল সাড়ে ৪টায় হাসপাতালের সন্ধানী কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই দুঃখ প্রকাশ করেন তারা।
সংবাদ সম্মেলনে ইন্টার্ন ডক্টরস্ অ্যাসোসিয়েশনের সভাপতি ডা. সজল পান্ডে লিখিত বক্তব্যে বলেন, ইন্টার্ন চিকিৎসকদের ধর্মঘটে শেবাচিমসহ সারা দেশের চিকিৎসকদের ভাবমূর্তি ক্ষুন্ন হয়েছে। এতে সাধারণ রোগীরা ভোগান্তির শিকার হয়েছে। এ কারণে ইন্টার্ন চিকিৎসকরা আন্তরিকভাবে দুঃখিত।
সংবাদ সম্মেলনে ইন্টার্ন চিকিৎসকরা বলেন, হাসপাতালের স্বাভাবিক পরিস্থিতি বজায় রাখার জন্য এবং রোগীদের স্বার্থে যে কোন ত্যাগ স্বীকার করতে তারা প্রস্তুত।
এছাড়া মেডিসিন ইউনিট-৪ এর সহকারী রেজিস্ট্রার ডা. মাসুদ খান ও ইন্টার্ন চিকিৎসকদের মধ্যে যে ঘটনা (হামলা) ঘটেছিলো তাকে অনাকাঙ্খিত উল্লেখ করে এ ঘটনার জন্য দুঃখ প্রকাশ করা হয় সংবাদ সম্মেলনে। এ সময় সংগঠনের সাধারণ সম্পাদক ডা. তরিকুল ইসলামসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত ২১ অক্টোবর মেডিসিন ইউনিট-৪ এর সহকারী রেজিস্ট্রার ডা. মাসুদ খান ইন্টার্ন চিকিৎসকদের সভাপতি ও সাধারণ সম্পাদক কর্তৃক হামলার অভিযোগ তুলে হাসপাতালের পরিচালক বরাবরে লিখিত অভিযোগ করেন। পরদিন ২২ অক্টোবর পরিচালকের কাছে ডা. মাসুদ খানের বিরুদ্ধে কমিশন বাণিজ্যের পাল্টা লিখিত অভিযোগ করেন ইন্টার্ন চিকিৎসকরা। ৩০ অক্টোবর ডা. মাসুদ বাদী হয়ে কয়েকজন ইন্টার্ন চিকিৎসকের বিরুদ্ধে থানায় মামলা করেন। মামলা প্রত্যাহারসহ ৩ দফা দাবিতে ৩১ অক্টোবর দুপুর ২টা থেকে অনির্দিষ্টকালের কর্মবিরতী শুরু করেন ইন্টার্ন চিকিৎসকরা। ৪ দিনের মাথায় ৩ নভেম্বর দুপুর ২টায় হাসপাতাল প্রশাসনের অনুরোধে কর্মবিরতি প্রত্যাহার করেন তারা।