শেবাচিমে ৫০টি অক্সিজেন সিলিন্ডার দিলেন সিটি মেয়র সাদিক

বরিশাল সিটি করপোরেশনের মেয়র সেরনিয়াবত সাদিক আবদুল্লাহর উদ্যোগে বরিশাল শের-ই-বাংলা মেডকেল করেজ হাসপাতালের জন্য ৫০টি অক্সিজেন সিলি-ার দেওয়া হয়েছে। করোনা মহামারীতে সাধারণ রোগীর জন্য জরুরী অক্সিজেন সেবা নিশ্চিত করতে মেয়র ওই উদ্যোগ গ্রহণ করেন। মেয়রের আহ্বানে সাড়া দিয়ে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন অব বাংলাদেশ (আইইবি) সিটি করপোরেশনকে ওই সিলি-ারগুলো প্রদান করেন।
সোমবার বিকেল চারটায় বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. সাইফুল ইসলামের হাতে ওই সিলি-ারগুলো তুলে দেন সিটি মেয়র সাদিক আবদুল্লাহ।
বরিশাল সিটি কর্পোরেশনের উদ্যোগে আইইবি-ম্যাক্স গ্রুপের সহায়তায় বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ ও হাসপাতাল কর্তৃপক্ষকে দেওয়া ৫০ টি অক্সিজেন সিলিন্ডারের মধ্যে ৩০ টি সিলিন্ডার ৪০ লিটার এবং ২০ টি সিলিন্ডার ১০ লিটার ধারণ ক্ষমতা সম্পন্ন।
ভার্চুয়াল ওই সভায় মেয়র সাদিক আবদুল্লাহ বলেন, সাধারণ মানুষের জন্য বরিশাল সিটি করপোরেশন কাজ করে চলেছে। রাতের আঁধারে নগরবাসীর বাড়ি বাড়ি খাদ্যসামগ্রি পৌঁছে দিচ্ছে সিটি করপোরেশন। কোন প্রচারের জন্য আমরা কাজ করি না। আমি আমার রাজনৈতিক দায় থেকে কাজ করছি। করোনার সময় বরিশাল শের-ই-বাংলা মেডিকেলক কলেজ হাসপাতালের যাবতীয় সমস্যা সমাধানে কাজ করে চলেছি। যার অংশ হিসেবে নতুন করে ৫০টি সিলি-ার সরবরাহ করা হলো। এই সিলি-ার দেওয়ার জন্য ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন অব বাংলাদেশ (আইইবি)কে ধন্যবাদ জানান মেয়র। আগামীতে আইইবিকে বরিশালের পাশে থাকার জন্যও আহ্বান জানান তিনি।
বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহর সভাপতিত্বে ওই ভার্চুয়াল সভা অনুষ্ঠিত হয়।
ভার্চুয়াল সভায় যুক্ত হয়ে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশ (আইইবি) সহ সভাপাতি প্রকৌশলী মঞ্জুরুল হক মঞ্জু বলেন, বরিশাল সিটি করপোরেশনের মেয়রের আহ্বানে সাড়া দিয়ে আমরা ৫০টি সিলি-ার সরবরাহ করেছি। এই সিলি-ারগুলো যতবার রিফিল করা হবে ততবার ওই রিফিলের খরচ আমরা বহন করবো। যাতে কর্তৃপক্ষের কোন অর্থ ব্যয় না হয় সেজন্যই এই উদ্যোগ নেওয়া হয়েছে। আগামীতে বরিশাল সিটির মেয়রের সকল উদ্যোগের সঙ্গে থাকবে আইইবি।
তিনি আরও বলেন, ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশ (আইইবি) ও ম্যাক্স গ্রুপের সহায়তায় আইইবি সদর দপ্তর একটি অক্সিজেন সাপোর্ট সেন্টার গঠন করেছে। সেখান থেকে সারা দেশে ১০০০টি হাইফ্লো অক্সিজেন সিলিন্ডার বিনামূল্যে বিতরণ করা হচ্ছে। ইতোমধ্যে খুলনা, রাজশাহী, বরিশালসহ করোনা আক্রান্ত জেলায় অক্সিজেন সিলিন্ডার প্রেরণ করা হয়েছে।
ভার্চুয়াল ওই সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ছিলেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. ছাদেকুল আরেফিন, বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার শাহাবুদ্দিন খান, জেলা প্রশাসক জসীম উদ্দিন হায়দার, বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. বাসুদেব কুমার দাস, বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. মো. সাইফুল ইসলাম, বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা, মো. মনিরুজ্জামান শাহিন, বরিশাল সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা, র্যাব-৮’র প্রতিনিধি, এনএসআই এর যুগ্ম পরিচালক, সাংবাদিকবৃন্দ।