শেবাচিমের করোনা ওয়ার্ডে চিকিৎসাধীন রোগীর মৃত্যু

বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ওয়ার্ডের আইসলুশনে চিকিৎসাধীন অবস্থায় এক রোগীর মৃত্যু হয়েছে।
রবিবার (১৯ এপ্রিল) সকাল পৌঁনে ৮টার দিকে শ্বাসকস্টে আক্রান্ত ওই ব্যক্তি (৩২) মারা যায়। তার বাড়ি পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার সৌলা গ্রামে।
এর আগে শ্বাসকস্ট নিয়ে গত শনিবার রাত ৯টা ৫০ মিনিটে সে হাসপাতালে ভর্তি হলে করোনা আক্রান্ত সন্দেহে তাকে করোনা ওয়ার্ডের আইসলুশনে রাখা হয়।
বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. মো. বাকির হোসেন এই তথ্য নিশ্চিত করেছেন।