শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের নতুন পরিচালক ডা. সাইফুল ইসলাম

বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক পদে যোগদান করেছেন ডা. এইচএম সাইফুল ইসলাম। এ সময় নতুন পরিচালক সর্বস্তরের কর্মকর্তা-কর্মচারীদের ফুলের শুভেচ্ছা গ্রহণ করেন।
মঙ্গলবার বেলা ১১টায় তিনি যোগদান করেন। বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. মো. বকির হোসেন গত ৭ মার্চ অবসরজনিত ছুটিতে যাওয়ার পর থেকে এই পদটি শূন্য ছিল।
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রনালয়ের পার-৪ শাখার উপ-সচিব শারমিন আক্তার সাক্ষরিত এক অফিস আদেশে গত ১২ এপ্রিল ডা. এইচএম সাইফুল ইসলামকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক পদে নিয়োগ দেওয়া হয়। এর আগে মেডিকেল কলেজ হাসপাতাল ক্যাম্পাসে বরিশাল ইনস্টিটিউট অব হেলথ এন্ড টেকনোলজির অধ্যক্ষ ছিলেন ডা. এইচএম সাইফুল ইসলাম।