শোকের মাসে বরিশাল মহানগর আওয়ামী লীগের নানা আয়োজন

১৫ আগস্ট জাতীয় দিবসে স্বাধীনতার স্থপতি, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী শেখ মুজিবুর রহমান এর ৪৮তম শাহাদাৎ বার্ষিকী, ৫ আগস্ট বীর মুক্তিযোদ্ধা শহীদ শেখ কামাল এর ৭৪তম জন্মবার্ষিকী, ৮ আগস্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব এর ৯৩ তম জন্মবার্ষিকী এবং ২১ আগস্ট গ্রেনেড হামলা দিবস যথাযোগ্য মর্যাদায় পালন করার পক্ষ্যে বরিশাল মহানগর আওয়ামী লীগ আয়োজিত বিশেষ বর্ধিত সভা৷
এসময় বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র ও বরিশাল মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ্ সহ আরও অনেকে। সভায় সভাপতিত্ব করেছেন বরিশাল জেলা পরিষদ চেয়ারম্যান ও বরিশাল মহানগর আওয়ামী লীগের সভাপতি এ্যাড. একেএম জাহাঙ্গীর।