শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম সিরিজ জয়

শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম সিরিজ জয়

একটা চক্র পূরণ হলো অবশেষে। শ্রীলঙ্কার বিপক্ষে প্রথমবার কোনো সিরিজ জয়ের স্বাদ পেল বাংলাদেশ।

মঙ্গলবার তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে শ্রীলঙ্কাকে ১০৩ রানে (ডি/এল) হারায় বাংলাদেশ। সুবাদে এক ম্যাচ হাতে থাকতেই সিরিজ নিশ্চিত হয় স্বাগতিকদের।

প্রথম ওয়ানডেতে ৩৩ রানে জিতেছিল তামিম ইকবালের দল।

এদিন মুশফিকের রহিমের সেঞ্চুরিতে আসে লড়াকু পুঁজি। যদিও ২৪৬ রানের পুঁজি ওয়ানডেতে তেমন কিছু নয়। তবে মিরপুরের উইকেটে এই সংগ্রহও যে অনেক, সেটিই প্রমাণ হলো আবার।

বাংলাদেশের স্পিন ও পেসে ধুঁকতে ধুঁকতে শ্রীলঙ্কা করতে পারল না দেড় শও। বাংলাদেশ মাতল সিরিজ জয়ের আনন্দে।

এই জয়ের সুবাদে আইসিসি সুপার লিগের পয়েন্ট টেবিলে শীর্ষেও উঠে গেছে টাইগাররা।

ঠিক যেন প্রথম ম্যাচেরই প্রতিচ্ছবি এ ম্যাচটি। মুশফিকের ব্যাটিং নৈপুণ্যের পর বল হাতে দৃশ্যপটে মেহেদী হাসান মিরাজ ও মোস্তাফিজুর রহমান। দুজনই নিলেন তিনটি করে উইকেট। আগের ম্যাচে মিরাজ ৪টি ও মোস্তাফিজ নিয়েছিলেন ৩ উইকেট।

এদিন সাকিবও নিলেন ২ উইকেট। অভিষিক্ত শরিফুলের শিকার ১টি। তাতে দেড় শর আগেই গুটিয়ে যাওয়ার ক্ষণ গুনছিল লঙ্কানরা। শেষ পর্যন্ত অবশ্য বৃষ্টির আশীর্বাদে অলআউট হতে হয়নি তাদের।

লঙ্কান ইনিংসের ৩৮ ওভার শেষে আসে বৃষ্টি। সে সময় দলটির স্কোর ৯ উইকেটে ১২৬। বৃষ্টি শেষে লঙ্কানদের নতুন লক্ষ্য ঠিক হয় ৪০ ওভারে ২৪৫। দলটি থামে ৯ উইকেটে ১৪১ রানে।  

শ্রীলঙ্কার পক্ষে দানুশকা গুনাথিলাকার ৪৬ বলে ২৪ রানই সর্বোচ্চ। পাথুম নিশানকা ২০ ও ইসুরু উদানা অপরাজিত ১৮ রান করেন।

এর আগে বাংলাদেশের পক্ষে মুশফিকুর রহিম একাই করেন ১২৫ রান। চারে খেলতে নেমে ১২৭ বলে ১০ চারে মুশফিক তার ইনিংস সাজান। মাহমুদউল্লাহ দলের পক্ষে দ্বিতীয় সর্বোচ্চ ৪১ রান করেন। তার ৫৮ বলের ইনিংসে ছিল ১ চার ও ২ ছক্কা। সুবাদে ৪৮.১ ওভারে অলআউট হওয়ার আগে ২৪৬ রান করতে পারে বাংলাদেশ।

শ্রীলঙ্কার পক্ষে ৩টি করে উইকেট নেন দুষ্মন্ত চামিরা ও লাকশান সান্দাকান। ইসুরু উদানা নিয়েছেন ২ উইকেট।

ম্যাচসেরা হয়েছেন মুশফিকুর রহিম।