বিশ্বকাপের আমেজ না কাটতেই নতুন মিশনে নামতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট দল। তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে শ্রীলঙ্কা সফরে যাবে মাশরাফীবাহিনী। শক্তি-সামর্থে এই সিরিজে নিজেদেরই এগিয়ে রাখছেন বাংলাদেশ দলের অলরাউন্ডার মোসাদ্দেক হোসেন।
শ্রীলঙ্কার উদ্দেশ্যে আগামী শনিবার দেশ ছাড়বে বাংলাদেশ দল। সিরিজকে সামনে রেখে দ্বিতীয় দিনের প্রস্তুতি শেষে গতকাল বৃহস্পতিবার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে মোসাদ্দেকের দাবি, শ্রীলঙ্কা সফরের বাংলাদেশ দল ভারসাম্যপূর্ণ এবং ফেভারিট।
“অভিজ্ঞতা বিচার করলে আমরা শক্ত অবস্থানে আছি। ব্যাটিং বোলিং দুই দিক থেকেই ভালো অবস্থায় আছি। বিশ্বের অন্য অনেক দলের চেয়েও আমরা এখন বেশি অভিজ্ঞতাসম্পন্ন দল। তাই আমি মনে করে এদিক থেকে আমরা এগিয়েই থাকব।”
ব্যক্তিগত কারণে এই সিরিজে বিশ্রাম নিয়েছেন সাকিব আল হাসান, যিনি বিশ্বকাপে একাই টেনেছেন দলকে। বিয়ের কারণে ছুটিতে লিটন দাসও। তাদের পরিবর্তে স্কোয়াডে ডাক পেয়েছেন স্পিনার তাইজুল ইসলাম ও ব্যাটসম্যান এনামুল হক বিজয়।
তাইজুল ও বিজয় সাকিব-লিটনের ঘাটতি পূরণ করতে পারবেন বলে মনে করেন মোসাদ্দেক, “এই সিরিজে সাকিব ভাই ও লিটন নেই। তবে তাদের বদলি হিসেবে স্কোয়াডে যারা এসেছে তারাও পারফর্মার। ঘরোয়া ক্রিকেটে নিয়মিত তারা পারফর্ম করেছে। আন্তর্জাতিক ক্রিকেটে না খেলালে তাদের সামর্থ্য তো বোঝা যাবে না। আন্তর্জাতিক ক্রিকেটে তারা খেললে তাদের অবস্থা বোঝা যাবে। তাই আমি মনে করি দল হিসেবে আমরা ভারসাম্যপূর্ণ।”