সংখ্যালঘু নির্যাতন ও বিচারহীনতার প্রতিবাদ বরিশালে

দেশের বিভিন্ন স্থানে পূজা মন্ডপ ও সংখ্যালঘুদের বাড়িঘরে হামলা এবং হত্যার প্রতিবাদে বরিশালে বিক্ষোভ ও মিছিল হয়।
রবিবার ১৭ অক্টোবর বিকাল ৫ টায় নগরীর সদর রোড অশ্বিনী কুমার হলের সামনে নিপিড়ন বিরোধী মঞ্চ বরিশাল এর ব্যানারে এ প্রতিবাদ বিক্ষোভ অনুষ্ঠিত হয়।বিভিন্ন ব্যানার ফেস্টুন হাতে বিক্ষোভে সমবেত হয়।
বিক্ষোভ কর্মসূচি থেকে সংখ্যালঘুদের বাড়িঘরে হামলা এবং হত্যার সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করে।
কিশোর চন্দ্র বালার সঞ্চালনায় বিক্ষোভ সমাবেশে তরুণ অয়ন দাস দেশের বিভিন্ন স্থানে পূজা মন্ডপ ও সংখ্যালঘুদের বাড়িঘরে হামলার প্রতিবাদ জানান এবং হত্যার সঙ্গে জড়িতদের কঠোর শাস্তি দাবি করেন।বিক্ষোভ সমাবেশে প্রতিবাদী সংঙ্গীত পরিবেশন করেন হুজাইফা রহমান।
নিপীড়ন মঞ্চ বরিশাল এর উদ্যোগক্তা রাহুল দাস প্রতিটা হামলার বিচার ও অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি এবং এমন ন্যাক্কারজনক ঘটনা ভবিষ্যতে না ঘটাতে পারে এমন দাবি জানিয়ে বিক্ষোভ সমাবেশ শেষ করে।বিক্ষোভ মিছিল নিয়ে বরিশাল নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।