সংখ্যালঘু নির্যাতনের প্রতিবাদে বরিশালে প্রতিবাদ সমাবেশ

সংখ্যালঘু নির্যাতনের প্রতিবাদে বরিশালে প্রতিবাদ সমাবেশ

সাম্প্রতিক সময়ে খুলনাসহ দেশের বিভিন্ন স্থানে সংখ্যালঘু নির্যাতনের প্রতিবাদে বরিশালে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মুক্তমনা লেখক-সাংবাদিক, শিল্পী ও শিক্ষকবৃন্দের ব্যানারে ওই সমাবেশ অনুষ্ঠিত হয়।

মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় নগরীর সদর রোডের অশ্বিনী কুমার হলের সামনে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। 

লেখক কাজল রায়ের সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের শিক্ষক উন্মেষ রায়, অধ্যাপক মিজানুর রহমান সেলিম, অধ্যাপক দুলাল মজুমদার, ডা. মনিষা চক্রবর্তী, অ্যাডভোকেট এ. কে আজাদ, সাংবাদিক অপূর্ব অপু এবং লিটু দত্তসহ অন্যান্যরা। 

বক্তারা বিভিন্ন স্থানে সংখ্যা লঘু নির্যাতনের ঘটনা তদন্ত করে অভিযুক্তদের কঠোর শাস্তি দাবী করেন।