সংসদ সদস্য ফজলে করিম চৌধুরী করোনায় আক্রান্ত

সংসদ সদস্য ফজলে করিম চৌধুরী করোনায় আক্রান্ত


করোনায় আক্রান্ত হলেন চট্টগ্রামের রাউজানের টানা তিনবারের সংসদ সদস্য ও রেলপথ মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবিএম ফজলে করিম চৌধুরী। করোনা পরীক্ষার পর রিপোর্টে সোমবার করোনা পজেটিভ শনাক্ত হয়েছেন বলে নিশ্চিত করেছেন পৌরসভার প্যানেল মেয়র জমির উদ্দিন পারভেজ ও উপজেলা যুবলীগের সহ-সভাপতি ও ক্রীড়া সংগঠক সুমন দে।

বলেন, রাউজান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বশীল কর্মকর্তা করোনা টেস্টের জন্য নমুনা পরীক্ষার পর সোমবার বিকালে রিপোর্ট পজেটিভ এসেছে। বর্তমানে তিনি (ফজলে করিম) নিজ বাসায় আছেন এবং সকলের দোয়া কামনা করেছেন। এর আগে ১৫ আগস্টের নানা কর্মসূচীতে অংশগ্রহণ করেছিলেন বলে জানান তিনি।