পটুয়াখালীর কলাপাড়ায় সন্ত্রাসী হামলায় মো.আসাদুজ্জামান শুভ (২৪) নামে এক ছাত্রলীগ নেতা জখম হয়েছে। শনিবার রাত সাড়ে ৮টার দিকে পৌর শহরের কলেজ রোড এলাকায় এ ঘটনা ঘটে। প্রথমে তাকে স্থানীয়রা উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে ভর্তি করে। পরে তার অবস্থার অবনতি হলে ঐ রাতেই উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।
হামলায় আহত ছাত্রলীগ নেতা শুভ জানান, তিনি কলাপাড়া উপজেলা ছাত্রলীগের সভাপতি প্রার্থী। শনিবার রাতে একদল সন্ত্রাসী তার উপর হামলা চালায়। এসময় তারা শুভকে কোপাতে থাকে। এক পর্যায় প্রাণ বাঁচাতে পাশে ওষুধের দোকানে আশ্রয় নিলে; সেখানেও হামলা চালায় বলে আহত ছাত্রলীগ নেতা সাংবাদিকদের জানান। কলাপাড়া থানার ভারপ্রাপ্ত প্রাপ্ত কর্মকর্তা মো.মনিরুল ইসলাম জানান, হামলার বিষয়ে কোন অভিযোগ পাননি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।