সন্ধ্যায় আসছে মওদুদের মরদেহ

সন্ধ্যায় আসছে মওদুদের মরদেহ

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদের মরদেহ বৃহস্পতিবার সন্ধ্যায় সিঙ্গাপুর থেকে দেশে আনা হবে। পরে রাজধানীর ইউনাইটেড হাসপাতালের হিমঘরে রাখা হবে।

বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইং সদস্য শায়রুল কবির খান বাংলাদেশ জার্নালকে এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, মওদুদ আহমদের মরদেহ বৃহস্পতিবার বিকেল ৫টা ৪৫ মিনিটে সিঙ্গাপুর থেকে বাংলাদেশ বিমানে ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে। বিমান বন্দর থেকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালের হিমঘরে রাখা হবে তার মরদেহ।

পরদিন (শুক্রবার) সকাল ৯টায় কেন্দ্রীয় শহীদ মিনারে সর্বস্তরের সাধারণ জনগণের শ্রদ্ধা নিবেদনের জন্য তার মরদেহ রাখা হবে, সকাল ১০টায় সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে তার প্রথম নামাজের জানাজা অনুষ্ঠিত হবে এবং সকাল ১১টায় নয়াপল্টন বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে দ্বিতীয় নামাজের জানাজার শেষে হেলিকপ্টারে তার মরদেহ নোয়াখালীতে নেয়া হবে।

নোয়াখালীর বসুরহাট ও কোম্পানিগঞ্জ উপজেলা মাঠে নামাজের জানাজা শেষে পারিবারিক করবস্থানে বাবা-মা’র কবরের পাশে তাকে দাফন করা হবে।