সমাজে সাংবাদিকের দায়বদ্ধতা বেশি : জাফর ওয়াজেদ

সমাজে সাংবাদিকের দায়বদ্ধতা বেশি : জাফর ওয়াজেদ

প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ পিআইপির মহাপরিচালক জাফর ওয়াজেদ বলেছেন, সমাজে সাংবাদিকদের দায়বদ্ধতা বেশি। সাংবাদিকতায় বরিশালেরর অতীত ঐতিহ্য রয়েছে। সংবাদপত্র শিল্পে বরিশালের ভূমিকা স্মরণীয় হয়ে থাকবে। বর্তমানে বরিশাল থেকে অনেকগুলো পত্রিকা প্রকাশ হচ্ছে। তাদের নানা রকম সমস্যা থাকলেও প্রকাশনা থেকে পিছিয়ে যায়নি। এব্যাপারে সরকারী পৃষ্ঠপোষকতা দরকার।

বরিশালে আঞ্চলিক দৈনিক পত্রিকার সম্পাদকদের সঙ্গে অনুষ্ঠিত সংলাপে এসব কথা বলেন পিআইবির মহাপিচালক জাফর ওয়াজেদ।

রোববার (১৭ জানুয়ারি) বেলা ১১টায় বরিশাল নগরের সার্কিট হাউস সম্মেলন কক্ষে শিশু ও নারী উন্নয়ন বিষয়ক ওই সংলাপ অনুষ্ঠিত হয়।

পিআইবির মহাপিচালক জাফর ওয়াজেদ বলেন, দায়িত্বশীল সংবাদ পরিবেশন অত্যন্ত জরুরী। একটি সংবাদপত্র সমাজকে এগিয়েও নিতে পারে আবার সমাজের ক্ষতিও করতে পারে। সংবাদপত্রের বিকাশ ঘটলেও অনেক সময় সঠিক সংবাদ উঠে আসে না। অনেক সময় মিথ্যা  তথ্যে ওপর নির্ভর করে সংবাদ ছাপা হয়।  যার ফলে দাঙ্গার মতো ঘটনাও ঘটেছে। প্রতিবেদনে কোনভাবেই যেন ধর্মীয় উসকানী না হয় সেব্যাপারে সতর্ক থাকতে হবে। গুজবে কান না দিয়ে সঠিক তথ্য সংবাদমাধ্যমে উঠে আসলে দেশ এবং দেশের সাধারণ মানুষ উপকৃত হবে।

তিনি বলেন, বাল্য বিবাহ বন্ধে সংবাদপত্র এবং সাংবাদিকতার ভূমিকা অপরিসীম। বিশেষ করে করোনা সচেতনতায়ও পত্রিকার ভূমিকা প্রশংসনীয়। এক্ষেত্রে আঞ্চলিক দৈনিকগুলোই প্রধান নিয়ামক। বর্তমানে শিশু ও নারী উন্নয়নে সচেতনতামূলক কার্যক্রম উপস্থাপন করেও আঞ্চলিক দৈনিক ভূমিকা রেখে চলেছে। যদিও সেবই ধারা কিছুটা ম্লান হয়ে আসছে। পত্রিকা শিল্পে বিজ্ঞাপন না থাকা, পৃষ্ঠপোষকতা না থাকায় আঞ্চলিক দৈনিক হুমকীর মুখে পড়েছে। বিশেষ করে করোনায় জাতীয় ও আঞ্চলিক দৈনিকগুলো প্রচ- চাপে পড়েছে। তারপরও ব্যক্তিগত উদ্যোগেই বেশিরভাগ পত্রিকা প্রকাশ হচ্ছে। সেখান থেকে উত্তোরণ ঘটাতে হলে বিজ্ঞাপন দরকার। এক্ষেত্রে সরকারি পৃষ্ঠপোষকতা দরকার।

জাফর ওয়াজেদ বলেন, বরিশাল বিভাগ হলেও বিভাগের ছোঁয়া নেই বললেই মনে হচ্ছে। মহামণিষীরা বরিশালকে ধন্য করে গেছেন। সেই বরিশাল আরও এগিয়ে যাবার কথা ছিল তা হয়নি। সারা বিশে^ জীবনানন্দ দাশের পরিচিতি থাকলেও বরিশালে তার জন্য তেমন কোন কিছু নেই। জীবনানন্দ দাশের নামে বরিশাল বিশ^বিদ্যালয়ের নামকরণ হলে ভালো হতো। এ ছাড়া মহাত্মা অশি^নী কুমার দত্ত আজীবন বরিশালের শিক্ষা সংস্কৃতির বিকাশে কাজ করে গেছেন। দক্ষিণাঞ্চলে তার অবদানের স্বীকৃতি নেই। তার নামে কোন প্রতিষ্ঠান হওয়া উচিত ছিল।

মতবিনিময় সভয়ায় শিশু ও নারী উন্নয়নে সচেতনতামূলক যোগাযোগ প্রকল্পের গৃহীত কার্যক্রম উপস্থাপন করেন, তথ্য মন্ত্রণালয়ের প্রোগ্রাম অফিসার মো. হাবিবুর রহমান। ধারণাপত্র উপস্থাপন করেন পিআইবির সহকারী প্রশিক্ষক বারেক হোসেন।

বিভিন্ন সুপারিশ তুলে ধরে বক্তৃতা করেন, বরিশালের প্রবীণ সাংবাদিক ও দৈনিক দক্ষিনাঞ্চলের সম্পাদক এসএম ইকবাল, দৈনিক বিপ্লবী বাংলাদেশ পত্রিকার সম্পাদক নূরুল আলম ফরিদ, আনন্দ লিখনের সম্পাদক সৈয়দ দুলাল, দৈনিক শাহনামার সম্পাদক আবুল কালাম আজাদ, দৈনিক মতবাদের সম্পাদক মুরাদ আহম্মেদ, দৈনিক ভোরের আলোর সম্পাদক সাইফুর রহমান মিরণ, দৈনিক পরিবর্তনের সম্পাদক কাজী মিরাজ মাহমুদ, স্বপন খন্দকার, দৈনিক মতবাদের প্রকাশক আবদুর রাজ্জাক ভূইয়াসহ আঞ্চলিক দৈনিকের সম্পাদকরা।