সম্মাননা পেলেন ১৫ বরেণ্য ব্যক্তিত্ব

সম্মাননা পেলেন ১৫ বরেণ্য ব্যক্তিত্ব
বরিশালের ১৫ বরেণ্য ব্যক্তত্বকে সম্মাননা জানিয়েছে বরিশাল জেলা শিল্পকলা একাডেমি। সংগীত, নাটক, যাত্রা, চারুকলা, লোকসংস্কৃতিতে বিশেষ অবদান রাখায় এই সম্মাননা জানায় শিল্পকলা একাডেমি। ২০১৬ থেকে ২০১৮ সালের জন্য এই গুণী ব্যক্তিরা সম্মানিত হয়েছেন। গতকাল রোববার বিকেল ৪টায় বরিশাল নগরের অশ্বিনী কুমার হলে আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে গুণী এই ব্যক্তিদের সম্মান জানানো হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে গুণী এই ব্যক্তিদের উত্তরীয় পরিয়ে দেন বরিশাল বিভাগের কমিশনার রাম চন্দ্র দাস। জেলা প্রশাসক এসএম অজিয়র রহমানের সভাপত্বিতে অনুষ্ঠিত সম্মাননা অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও সাংবাদিক অ্যাড. এসএম ইকবাল, নাট্যজন সৈয়দ দুলাল, বরিশাল সাংস্কৃতিক সংগঠন সমন্বয় পরিষদ সভাপতি কাজল ঘোষ, জেলা কালচারাল অফিসার মো. হাসানুর রশীদ। ২০১৬ সালের সম্মাননা প্রাপ্ত গুণী ব্যক্তিরা হচ্ছেন, যাত্রাশিল্পে সুধীর ঠাকুর, লোকসংস্কৃতিতে আবদুর রশিদ খান, নাট্যকলায় মিজান খসরু, যন্ত্রসঙ্গীতে দিলীপ নট্ট, কন্ঠ সঙ্গীতে সন্তোষ কুমার কর্মকার। ২০১৭ সালের সম্মাননা প্রাপ্তরা হচ্ছে নৃত্যকলায় লুৎফ-এ-আলম, নাট্যকলায় মিঞা আব্দুল মান্নান, যাত্রাশিল্পে আলেয়া বেগম আলো, যন্ত্রসঙ্গীতে ললিত কুমার দাস, সঙ্গীতে অ্যাড. বিশ্বনাথ দাস মুন্শী এবং ২০১৮ সালে কন্ঠ সঙ্গীতে মুকুল কুমার দাস, যাত্রাশিল্পে এম.এ হাদী, নাট্যকলায় মো. শাহনেওয়াজ, চারুকলায় জগন্নাথ দে এবং যন্ত্রসঙ্গীতে অরবিন্দ কুমার নাগ। ২০১৩ সাল থেকে বাংলাদেশ শিল্পকলা একাডেমি উদ্যোগে জেলা পর্যায়ে শিল্প, সংস্কৃতির বিভিন্ন শাখায় অবদান রাখার স্বীকৃতি হিসেবে ৫ জন বরেণ্য গুণী শিল্পীকে সম্মাননা প্রদান করে আসছে।