সরকার উচ্চাদালত নিয়ন্ত্রণ করছে... সরোয়ার

সরকার উচ্চাদালত নিয়ন্ত্রণ করছে... সরোয়ার

বরিশালে পুলিশের কঠোর বেস্টনীতে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে মানববন্ধন কর্মসূচিতে কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট মজিবর রহমান সরোয়ার বলেছেন সরকার উচ্চ আদালত নিয়ন্ত্রণ করছে। তাই আইনী প্রক্রিয়ায় খালেদা জিয়ার মুক্তি হবে না। আন্দোলনের মাধ্যমে বেগম জিয়াকে মুক্ত করেেত হবে।
গতকাল বৃহস্পতিবার দুপুর ১২টায় নগরীর সদর রোডের অশ্বিনী কুমার হলের সামনে বরিশাল মহানগর বিএনপির উদ্যোগে ওই মানববন্ধন অনুষ্ঠিত হয়।


মানববন্ধনে মজিবর রহমান সরোয়ার বলেন, সরকার উচ্চাদালত নিয়ন্ত্রণ করছে। আইনী প্রক্রিয়ায় বেগম জিয়ার মুক্তি হবে না। তাই কঠোর আন্দোলনের মাধ্যমেই বেগম জিয়াকে মুক্ত করতে হবে। সেইজন্য বিএনপির সর্বস্তরের নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ হয়ে আন্দোলন করতে হবে।
তিনি আরো বলেন, বেগম খালেদা জিয়াকে অন্যায়ভাবে কারাগারে আটকে রাখা হয়েছে। রাজনৈতিক প্রতিহিংসার কারণে দিনের পর দিন তাকে জেলে আটকে রেখে মৃত্যুর দিকে ঠেলে দেয়া হচ্ছে। অবিলম্বে তার সুচিকিৎসা এবং মুক্তি দেওয়া না হলে কঠোর আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারী দেওয়া হয় মানববন্ধন থেকে।


মহানগর বিএনপির সভাপতি ও কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট মজিবর রহমান সরোয়ারের সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তৃতা করেন মহানগর বিএনপির সিনিয়র সহসভাপতি মনিরুজ্জামান ফারুক, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জিয়া উদ্দিন সিকদার জিয়া, অ্যাডভোকেট মহসিন মন্টু, আলী হায়দার বাবুল, আক্তার হোসেন মেবুল, মহানগর যুবদলের সিনিয়র সহসভাপতি কামরুল হাসান রতন ও সাধারণ সম্পাদক মাসুদ হাসান মামুনসহ অন্যান্যরা।


এদিকে বিএনপির মানববন্ধন কর্মসূচীকে কেন্দ্র করে সদর রোডের অশ্বিনী কুমার হল চত্ত্বরসহ আশপাশের এলাকায় মোতায়েন ছিলো বিপুল সংখ্যক পুলিশ।