সরকার জনগণ-জনসমাবেশকে ভয় পায়

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খোন্দকার মোশাররফ হোসেন বলেছেন, সরকার জনগণের ভোটে নির্বাচিত নয়। তাই তারা জনগণকে ভয় পায়, জনসমাবেশকে ভয় পায়। সেজন্যই কোনো কর্মসূচি দিলে পথে পথে বাধার সৃষ্টি করছে। তবে কোনো বাধায় নেতাকর্মীরা পিছপা হয়নি। সব জায়গায় আমাদের কর্মসূচিকে নেতাকর্মীরা সফল করেছে।
বৃহস্পতিবার বিকালে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে স্বাধীনতা সুবর্ণজয়ন্তী উদযাপন রচনা প্রতিযোগিতা কমিটির উদ্যোগে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
স্বাধীনতা সুবর্ণজয়ন্তী উদযাপন জাতীয় কমিটি আহ্বায়ক খন্দকার মোশাররফ হোসেন আরও বলেন, আমরা এখন যে আন্দোলনে আছি তার প্রথম দাবি সরকারের পদত্যাগ। একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে এদেশের জনগণের সরকার প্রতিষ্ঠায় আমাদের আন্দোলন চলছে।
তিনি বলেন, বর্তমানে দেশে গণতন্ত্র নেই। গণতন্ত্রের একটা প্রধান অংশ হচ্ছে মানুষের ভোটের অধিকার। এই অধিকার বহু দিন থেকে খর্ব করা হয়েছে। জনগণ তাদের নিজের ভোট দিতে পারে না। সরকার নির্বাচন কমিশন ও প্রশাসনকে ব্যবহার করে ভোট চুরি করছে। গত জাতীয় নির্বাচনের আগের রাতে ভোট ডাকাতি হয়েছে।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন জাতীয় কমিটি সদস্য সচিব আবদুস সালাম, অধ্যাপক আবদুল লতিফ মাসুম, অধ্যাপক ড. ইউসুফ হায়দার, অধ্যাপক লুৎফর রহমান প্রমুখ।