সরকারের লুটপাট ও দুর্নীতির কারণে তেল ও গ্যাসের দামের উর্দ্ধগতি : গয়েশ্বর

সরকারের লুটপাট ও দুর্নীতির কারণে তেল ও গ্যাসের দামের উর্দ্ধগতি : গয়েশ্বর

দ্রব্যমূল্যের উদ্ধগতি এবং সর্বগ্রাসী দুর্নীতির প্রতিবাদে বরিশালে বিক্ষোভ সমাবেশে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, সরকারের লুটপাট ও দুর্নীতির কারণেই দেশে তেল ও গ্যাসের দামের এই উর্দ্ধগতি। যে দেশে দুর্নীতি থাকে সে দেশের মানুষ কখনোই সভ্য ভাবে বেচে থাকতে পারে না।

মঙ্গলবার (১ মার্চ) দুপুরে নগরীর সদর রোডে বিএনপির নিজস্ব কার্যালয় প্রাঙ্গনে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তবে তিনি আরও বলেছেন, যদি বিদেশে টাকা পাচার না হয়ে সেই টাকা যদি দেশে বিনিয়োগ হতো তাহলে বেকার যুবকদের কর্মসংস্থান বাড়ত, যেই পুলিশ দিয়ে জনগণকে নিরাপত্তা দেয়ার কথা সেই নিরাপত্তা বাহিনীকে ভোট চুরির কাজে ব্যবহার করা হয়। 

বরিশাল মহানগর বিএনপির আহবায়ক মনিরুজ্জামান খান ফারুকের সভাপতিত্বে বক্তব্য রাখেন,বরিশাল বিভাগের সাংগঠনিক সম্পাদক বিলকিস আক্তার জাহান, বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ সাংগঠনিক সম্পাদক আকন কুদ্দুসর রহমান, মহানগরের যুগ্ম আহবায়ক আলী হায়দার বাবুল, মহানগরের সহ-সাংগঠনিক সম্পাদক মাহবুবুল হক নান্নু সহ বরিশাল মহানগর বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

সমাবেশে দ্রব্য মূল্যের উর্দ্ধগতি নিয়ন্ত্রণ, খালেদা জিয়ার অবিলম্বে মুক্তি ও সুষ্ঠু নির্বাচন করতে চাইলে তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই করতে হবে বলে দাবি জানান বক্তারা।

সমাবেশ শুরুর আগে থেকেই বিভিন্ন ওয়ার্ড থেকে খন্ড খন্ড মিছিল নিয়ে সমবেশে যোগ দেন দলের স্থানীয় ও কেন্দ্রীয় বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। এসময় সমাবেশ স্থলে ছাত্রদলের নেতাকর্মীদের মধ্যে দফায় দফায় হাতাহাতির ঘটনাও ঘটেছে।সমাবেশকে কেন্দ্র করে যে কোন ধরনের বিশৃঙ্খলা প্রতিরোধে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্য তৎপর ছিলেন।