সহিংসতার প্রতিবাদে বরিশালে প্রতিকী গণঅনশন ও বিক্ষোভ সমাবেশ

সহিংসতার প্রতিবাদে বরিশালে প্রতিকী গণঅনশন ও বিক্ষোভ সমাবেশ

 

দেশব্যাপী উগ্র সাম্প্রদায়িক হামলা, মন্দির ভাংচুর, বাড়িঘর লুট, অগ্নিসংযোগ ও হত্যার প্রতিবাদে বরিশালে প্রতীকি অনশন এবং বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান ঐক্য পরিষদ বরিশাল জেলা ও মহানগর শাখার উদ্যোগে সংগঠনের কেন্দ্রিয় কর্মসূচীর অংশ হিসেবে শনিবার সকাল সাড়ে ১০টায় নগরীর সদর রোডের অশ্বিনী কুমার হলের সামনে এই কর্মসূচি শুরু হয়। 


 
প্রবীণ আইনজীবী মানবেন্দ্র ব্যটব্যলের সভাপতিত্বে প্রতীকি অনশন ও বিক্ষোভ চলাকালে বক্তব্য রাখেন জেলা পূঁজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক মানিক মুখার্জী কুডু, মহানগর পূঁজা উদযাপন পরিষদের সভাপতি তমাল মালাকার ও সাধারণ সম্পাদক চঞ্চল দাস পাপ্পা, সংগঠনের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সুরঞ্জিত দত্ত লিটু, অ্যাডভোকেট হিরন কুমার দাস মিঠু ও জয়ন্ত দাস সহ অন্যান্যরা।

বক্তারা দেশব্যাপী উগ্র সাম্প্রদায়িক হামলা, মন্দির ভাংচুর, বাড়ীঘর লুট, অগ্নিসংযোগ ও হত্যার প্রতিবাদ জানান এবং এসব ঘটনায় দায়ীদের কঠোর বিচার দাবি করেন। বিচার না হওয়া পর্যন্ত তারা রাজপথে থাকার ঘোষণা দেন। বেলা ১২টা পর্যন্ত এই প্রতীকি অনশন ও বিক্ষোভ সমাবেশের আয়োজন করা হয়।