সাংবাদিক ইউনিয়নের উদ্যোগে জাতীয় শোক দিবসের আলোচনা ও পরিচিতি সভা

সাংবাদিক ইউনিয়নের উদ্যোগে জাতীয় শোক দিবসের আলোচনা ও পরিচিতি সভা

সাংবাদিক ইউনিয়ন বরিশালের উদ্যোগে জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা এবং নতুন কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বরিশাল সিটি করপোরেশনের মেয়র সেরনিয়বাত সাদিক আবদুল্লাহ।

শনিবার দুপুর ১২টায় নগরের বরিশাল ক্লাব মিলনায়তনে শোক দিবস উপলক্ষে আলোচনা ও পরিচিতি সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানের শুরুতে বাংলাদেশের স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ ১৫ আগস্টের শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে এক মিনিটিন নীরবতা পালন করা হয়।

অনুষ্ঠানে সিটি মেয়র সেরনিয়বাত সাদিক আবদুল্লাহ বলেন, ১৫ আগস্টের নির্মমতার স্বাক্ষী ছিলাম আমি। যদিও আমি আমার মায়ে কোলে ছিলাম। আমার মা আজন্ম সেই বিভৎসতার স্মৃতি নিয়ে বেঁচে ছিলেন। স্বাধীন দেশে মায়ের সামনে শিশুকে গুলি করে হত্যার লোমহর্ষক ঘটনা প্রত্যক্ষ করেছেন তিনি। ৭৫-এ ঘাতকরা বালাদেশের ইতিহাস মুছে দিতে চেয়েছিল। কিন্তু সেটা সম্ভব হয়নি। তবে এখনো সেই পুরানো শত্রুরা নানাভাবে আঘাত করার চেষ্টা চালাচ্ছে।

তিনি বলেন, ১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধুকে স্বপরিবারে হত্যার মধ্য দিয়ে স্বাধীনতা বিরোধীরা দেশের অগ্রযাত্রা ব্যহত করার চেস্টা করেছিলো। কিন্তু বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা শক্ত হাতে দেশের নেতৃত্ব দেয়ায় উন্নয়নে অগ্রগতি হয়েছে। বিশ্বে মাথা তুলে দাঁড়িয়েছে বাংলাদেশ। কোন পক্ষ যাতে জনগণকে বিভ্রান্ত করতে না পারে সে জন্য সবাইকে সতর্ক ও সচেতন করতে এবং বঙ্গবন্ধুর স্বপ্ন আগামী প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে সাংবাদিকদের প্রতি আহ্বান জানান তিনি। 

সভায় সাংবাদিক ইউনিয়ন বরিশালের কার্যকরী কমিটি পুনাঙ্গ করা হয়। কমিটি নিম্নরূপ: সভাপতি সাইফুর রহমান মিরণ (ভোরের আলো), সহসভাপতি রাহাত খান (নিউজ-২৪ ও বাংলাদেশ প্রতিদিন), সাধারণ সম্পাদক ফিরদাউস হোসাগ (সময় টেলিভিশন), সহসাধারণ সম্পাদক কাওছার হোসেন রানা (চ্যানেল-২৪), কোষাধ্যক্ষ শাহীন হাফিজ (দৈনিক ইত্তেফাক), সদস্য হুমায়ুন কবির (এটিএন বাংলা ও এটিএন নিউজ), গোপাল সরকার (দৈনিক দক্ষিণাঞ্চল), পুলক চ্যাটার্জী (দৈনিক সমকাল), আকতার ফারুক শাহিন (দৈনিক যুগান্তর), মিজানুর রহমান (ফোকাস বাংলা), মোশারেফ হোসেন (দৈনিক আজকের বার্তা), অপূর্ব অপু (দৈনিক আজকের বার্তা)। 

সভায় সংগঠনের সকল সদস্যদের পরিচয়পর্ব শেষে শোকের মাস আগস্ট উপলক্ষে শহীদদের রুহের মাগফিরাত কামনায় দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়। দোয়া-মোনাজাত পরিচালনা করেন জামে এবায়দুল্লাহ মসজিদের খতিব মাওলানা নূরুর রহমান বেগ।