সাংবাদিক হেমায়েত উদ্দিন হিমুর ইন্তেকাল

বাংলাদেশ টেলিভিশন ঝালকাঠি জেলা প্রতিনিধি হেমায়েত উদ্দিন হিমু আর নেই। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
শুক্রবার (১১ মার্চ) রাত ৮টা ১০ মিনিটে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন তিনি। শুক্রবার বিকালে তিনি অসুস্থ হয়ে পড়লে তাকে প্রথমে ঝালকাঠি সদর হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে বরিশাল শেবাচিম হাসপাতালের সিসিইউতে প্রেরণ করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। হেমায়েত উদ্দিন হিমু ৫ বার ঝালকাঠি প্রেসক্লাবের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন। তিনি শুরু থেকে বাংলাদেশ টেলিভিশনের জেলা সংবাদদাতা ছিলেন।
তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন শহীদ আব্দুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেসক্লাবের সভাপতি কাজী নাসির উদ্দিন বাবুল এবং সাধারণ সম্পাদক এসএম জাকির হোসেনসহ সকল সদস্যবৃন্দ। এক শোক বিবৃতিতে তারা মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের সমবেদনা জ্ঞাপন করেন।