সাংবাদিকদের আর্থিক নিরাপত্তা নিশ্চিত না হলে মর্যাদা নিশ্চিত হবে না: কামাল আহমেদ

সাংবাদিকদের আর্থিক নিরাপত্তা নিশ্চিত না হলে মর্যাদা নিশ্চিত হবে না: কামাল আহমেদ

গণমাধ্যম সংস্কার কমিশনের প্রধান কামাল আহমেদ বলেছেন, আর্থিক নিরাপত্তা নিশ্চিত না হলে সাংবাদিকদের মর্যাদা নিশ্চিত করা সম্ভব নয়। তিনি জানান, কমিশনের কাজ হলো স্বাধীন, বস্তুনিষ্ঠ ও শক্তিশালী গণমাধ্যম প্রতিষ্ঠা করার জন্য সংস্কার সুপারিশ করা। সেই উদ্দেশ্যে তিনি বলেন, সাংবাদিকতার স্বাধীনতার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো আর্থিক নিরাপত্তা, যাতে সাংবাদিকরা স্বাধীনভাবে কাজ করতে পারেন।

মঙ্গলবার, ময়মনসিংহ জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে বিভাগের চার জেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। সভায় কমিশনের সদস্য মোস্তফা সবুজ ও আক্তার হোসেন খান উপস্থিত ছিলেন।

কামাল আহমেদ আরও বলেন, "নির্ধারিত সময়ের মধ্যে আমরা প্রতিবেদন পেশ করব, তবে সুপারিশগুলো বাস্তবায়ন করার জন্য সরকারের ওপর সাংবাদিকদের চাপ সৃষ্টি করতে হবে। যদি সাংবাদিকরা চাপ না সৃষ্টি করেন, তবে এই সংস্কার একটিও বাস্তবায়িত হবে না।"

তিনি সাংবাদিকদের মধ্যে ঐক্যবদ্ধ হওয়ার গুরুত্ব তুলে ধরে বলেন, "সাংবাদিকদের ইউনিয়ন বিভক্ত হয়ে গেছে, তাই অধিকার আদায়ে একক ইউনিয়নের জন্য চাপ সৃষ্টি করতে হবে।"

ওয়েজবোর্ড নিয়ে তিনি বলেন, "এটি কমিশনের আওতাভুক্ত নয়, তবে গণমাধ্যমের সবচেয়ে বড় অংশীদার, পাঠক, দর্শক ও শ্রোতার মতামতও আমাদের প্রক্রিয়ার অংশ হবে।" তিনি আরও জানান, "গণমাধ্যমের বিষয়ে জাতীয় ভিত্তিতে একটি সমীক্ষা করা হয়েছে, যার মাধ্যমে জনগণের প্রত্যাশা জানা হয়েছে। এই মতামতগুলো আমরা আমাদের সংস্কারের প্রস্তাবে অন্তর্ভুক্ত করব।"

মতবিনিময় সভায় ময়মনসিংহ বিভাগের প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা অংশগ্রহণ করে তাদের মতামত ব্যক্ত করেন।