সাংবাদিকের বিরুদ্ধে মামলা নয়, দুর্নীতিবাজদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা চান হানিফ

সাংবাদিকদের বিরুদ্ধে মামলা দিয়ে নয়, দুর্নীতিবাজদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিলে দেশ-জাতি উপকৃত হবে বলে মন্তব্য করেছেন ক্ষমতাসীন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ।
মঙ্গলবার মাহবুবউল আলম হানিফ নিজের ফেইসবুক পেইজ থেকে দেয়া এক পোস্টে এ মন্তব্য করেন।
সচিবালয়ে কর্তব্য পালন করতে গিয়ে প্রায় ৬ ঘণ্টা হেনস্তার পর সাংবাদিক রোজিনা ইসলামকে থানায় সোপর্দ, মামলা দায়ের, সারা রাত থানায় রাখা, আদালতে পাঠিয়ে রিমান্ডের আবেদন, জামিন না দিয়ে কারাগারে পাঠানোর ঘটনায় ক্ষমতাসীন দলের নেতা এই মন্তব্য করলেন।
এ বিষয়ে দেশ রূপান্তরকে তিনি পোস্টের সত্যতা নিশ্চিত করে আরও বলেন, রোজিনার সঙ্গে যা করা হয়েছে তা অনাকাঙ্ক্ষিত, দুঃখজনক ও অনভিপ্রেত। সাধারণ মানুষের এখনো গণমাধ্যমের প্রতি আস্থা রয়েছে এবং গণমাধ্যমের মধ্য দিয়েই সাধারণ মানুষ অন্যায় অনিয়মের কথা জানতে পারে।
তিনি বলেন, সাংবাদিকেরা হলো সমাজের দর্পণ। সাংবাদিক ও সরকারের মধ্যে সেতুবন্ধন রয়েছে। শেখ হাসিনার সরকার মিডিয়াবান্ধব। প্রধানমন্ত্রী ব্যক্তিগতভাবেও সাংবাদিকদের পছন্দ করেন।