সাঈদ তারিকুল হাসানের জানাজা অনুষ্ঠিত

পুলিশ হেডকোয়ার্টার্সের এআইজি (অপারেশনস) মরহুম সাঈদ তারিকুল হাসানের জানাজা শুক্রবার সকাল এগারোটায় স্বাস্থ্যবিধি মেনে রাজারবাগ পুলিশ লাইনসের শহীদ এসআই শিরু মিয়া মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।
জানা গেছে, ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি), ড. বেনজীর আহমেদ ঢাকাস্থ পুলিশের বিভিন্ন ইউনিটের প্রধান, পুলিশ কর্মকর্তা, পুলিশ সদস্য, মরহুমের সহকর্মী, বন্ধু-বান্ধব ও আত্মীয়-স্বজন অংশগ্রহণ করেন।
পুলিশের পক্ষে আইজিপি ড. বেনজীর আহমেদ মরহুমের কফিনে পুষ্পস্তবক অর্পণ করেন।
পরে ঢাকা মেট্রোপলিটন পুলিশ, র্যাব, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ, বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন, বিসিএস (পুলিশ) ২০তম ব্যাচসহ অন্যান্য বিসিএস পুলিশ ব্যাচের প্রতিনিধিত্বকারী কর্মকর্তারা, বাংলাদেশ পুলিশ অ্যাসোসিয়েশন এবং ঢাকাস্থ রংপুর বিভাগ সমিতি মরহুমের কফিনে পুষ্পস্তবক অর্পণ করে তার প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।
একটি সুসজ্জিত পুলিশ দল মরহুমকে গার্ড অব অনার প্রদান করে।
পরে মরহুমের মরদেহ বাংলাদেশ বিমানবাহিনীর হেলিকপ্টারযোগে তার নিজ জেলা দিনাজপুর নেওয়া হয়েছে। সেখানে আরও তিনটি জানাজা শেষে আজ শুক্রবার বাদ আসর মরহুমকে দিনাজপুর সদর থানাধীন মুদিপাড়া গ্রামে তার পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।
উল্লেখ্য, এআইজি (অপারেশনস) সাঈদ তারিকুল হাসান গতকাল বৃহস্পতিবার বিকেলে সরকারি দায়িত্ব পালনরত অবস্থায় হৃদ্রোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেন।
ভোরের আলো/ভিঅ/০৪/১২/২০২০