সাত কৃষি বিশ্ববিদ্যালয়ে গুচ্ছ ভর্তির আবেদন শুরু ১০ সেপ্টেম্বর

সাত কৃষি বিশ্ববিদ্যালয়ে গুচ্ছ ভর্তির আবেদন শুরু ১০ সেপ্টেম্বর

সাতটি পাবলিক কৃষি বিশ্ববিদ্যালয়ে ২০১৯-২০ শিক্ষাবর্ষে গুচ্ছ পদ্ধতিতে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। আগামী ১০ সেপ্টেম্বর থেকে ৭টি কৃষি বিশ্ববিদ্যালয়ে অনলাইনে ভর্তির আবেদন শুরু হবে। ১৫ অক্টোবর পর্যন্ত আবেদন করতে পারবে ভর্তিচ্ছুরা। আবেদন ফি নির্ধারিত হয়েছে ১ হাজার টাকা। আবেদন যোগ্যতা ৪র্থ বিষয় ব্যাতিত এসএসসি ও এইচএসসি মিলে মোট জিপিএ ৭ নির্ধারণ করা হয়েছে।
গুচ্ছ ভর্তি পরীক্ষার প্রক্রিয়া আসা প্রতিষ্ঠানগুলো হলো- ঢাকার শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহের বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, গাজীপুরের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়, খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম ভেটেরিনারি ও অ্যানিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয়, এবং পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়।

এরমধ্যে খুলনা কৃষি বিশ্ববিদ্যালয় ছাড়া ৬টি বিশ্ববিদ্যালয়ের গুচ্ছ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। গুচ্ছ পদ্ধতিতে কৃষিবিজ্ঞান বিষয়ক ভর্তি কমিটি সাত বিশ্ববিদ্যালয়ের গুচ্ছ ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশ করে।

প্রথম বছরে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) এই প্রক্রিয়ায় নেতৃত্ব দেবে। পর্যায়ক্রমে জ্যেষ্ঠতার ভিত্তিতে অন্যান্য বিশ্ববিদ্যালয়ের নেতৃত্বে পরীক্ষা অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।

ভর্তিচ্ছু শিক্ষার্থীদের দুর্ভোগ কমাতে দেশের ছয়টি  কৃষি বিশ্ববিদ্যালয় ও কৃষিপ্রধান একটি বিশ্ববিদ্যালয় একই দিনে একই প্রশ্নে ভর্তি পরীক্ষা নেয়ার সিদ্ধান্ত নিয়েছে। ২০১৯-২০ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষায় এটি কার্যকর করা হবে।