সাতক্ষীরায় করোনায় নতুন আক্রান্ত ১১২

করোনা উপসর্গ জ্বর, সর্দি, কাশি ও শ্বাসকষ্ট নিয়ে গত ২৪ ঘণ্টায় সাতক্ষীরায় করোনা ডেডিকেটেড মেডিকেল কলেজ হাসপাতালে ৮ জনের মৃত্যু হয়েছে। জেলায় করোনার উপসর্গ নিয়ে এ পর্যন্ত মারা গেছেন মোট ৪০২ জন। আর করোনা আক্রান্ত ৭৫ জনের মৃত্যু হয়েছে ।
এদিকে, এসময় ২৮৫ জনের নমুনা পরিক্ষায় নতুন করে ১১২ জন আক্রান্ত হয়েছে। শনাক্তের হার ৩৯ দশমিক ২৯ শতাংশ। এ নিয়ে জেলায় শুক্রবার (৯ জুলাই) সকাল পর্যন্ত মোট করোনা আক্রান্ত হয়েছেন ৩ হাজার ৯৫৮ জন।
এছাড়া বর্তমানে জেলায় ১ হাজার ২৫২ জন করোনা আক্রান্ত রোগী রয়েছেন। এর মধ্যে করোনা ডেডিকেটেড মেডিকেল কলেজ হাসপাতালে ২৪ জন করোনা পজেটিভ ও উপসর্গ নিয়ে ২৪১ জন চিকিৎসাধীন রয়েছে। বাকিরা বিভিন্ন ক্লিনিক ও বাসা বাড়িতে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন রয়েছেন।
সাতক্ষীরা করোনা ডেডিকেটেড হাসপাতালে করোনার উপসর্গে যে ৮ জন মারা গেছেন তারা হলেন- সাতক্ষীরা সদর উপজেলার পাথর ঘাটা গ্রামের সুব্রত আলী (৮০), ইটাগাছা মানিকতলা গ্রামের আমিরুল ইসলাম (৬২, সাতিয়ানতলা গ্রামের মাহফুজা (৫০), মামুন শেখের স্ত্রী তাহমিনা (৩৫), কলারোয়া উপজেলার শংকরপুর গ্রামের নাছিম উদ্দিন (৪০), বড়ালী গ্রামের রাবেয়া খাতুন (৬৮), আশাশুনি উপজেলার শোভনালী গ্রামের মোকছেদ আলী (৬৯), কালিগঞ্জ উপজেলার মৌতলা গ্রামের আব্দুল খালেক (৯০)।
মারা এই ৮ জনের প্রত্যেকেই বেশ কিছুদিন জ্বর, সর্দি, কাশি ও শ্বাসকষ্ট নিয়ে ভুগছিলেন। অবস্থার অবনতি হলে সাতক্ষীরা করোনা ডেডিকেটেড মেডিকেল কলেজ হাসপাতালে তার ভর্তি হন। চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালেই তাদের মৃত্যু হয়। তাদের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন হাসপাতালের তত্বাবধায়ক শেখ-কুদরত-ই-খোদা।
এদিকে, সাতক্ষীরায় ঢিলেঢালা ভাবে লকডাউন পালিত হচ্ছে। ইঞ্জিনভ্যান,নছিমন, করিমন ও ইজিবাইক চলাচল করছে। কোনও ভাবেই স্বাস্থ্য বিধি ও সরকারি বিধিনিষেধ মানছেন না সাধারণ মানুষ। রাস্তাঘাটে আইন শৃংখা বাহিনীর নজর দারির আগের তুলনায় কম লক্ষ্য করা যাচ্ছে।